Advertisment

Mamata Banerjee: 'একটা ছোট্ট ঘটনার জন্য…', তৃণমূলকে চোর টিপ্পনিতে সটান জবাব মমতার

Mamata Banerjee: গত কয়েক বছরে তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীর নাম বিভিন্ন দুর্নীতির সঙ্গে জড়িয়েছে। এমনকী কেন্দ্রীয় সংস্থার অভিযানে ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, অনুব্রত মণ্ডলদের মতো তৃণমূলের প্রথম সারির নেতা জেলে রয়েছেন। শিক্ষায় নিয়োগে বেনিয়ম, গরু, কয়লা পাচারের মতো দুর্নীতির সঙ্গে নাম জড়িয়েছে শাসকদলের নেতাদের একাংশের। যা নিয়ে তৃণমূলকে ফি দিন আক্রমণে রাস্তায় নামছে বিজেপি-সহ বাম-কংগ্রেস। এবার দলের বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতে গিয়ে বিজেপিকে পালটা আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Wb CM Mamata Banerjee attacks BJP

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: ফের একবার মমতা বন্দ্যেপাধ্যায়ের নিশানায় বিজেপি (BJP)। একাধিক দুর্নীতিতে তৃণমূলের তাবড় নেতা-মন্ত্রী জেলবন্দি। রাজ্যের শাসকদলের বিরুদ্ধে হাতেগরম এমন ইস্যু পেয়ে কোমর বেঁধে ময়দানে বিরোধী রাজনৈতিক দলগুলি। গত এক বছরেরও বেশি সময় ধরে তৃণমূলকে (TMC) তুমুল আক্রমণে মাঠ-ঘাট কাঁপাচ্ছে বিরোধীরা।

Advertisment

বিজেপি দিনে-রাতে তৃণমূলকে চোর-চোর বলে বিঁধছে। জোড়াফুলকে আক্রমণে পিছিয়ে নেই বাম-কংগ্রেসও। তবে নবান্নের সাংবাদিক সম্মেলন থেকে মঙ্গলবার ফের একবার সরাসরি বিজেপিকেই আক্রমণ মুখ্যমন্ত্রীর। তবে দলের একাংশের কৃতকর্মে তিনি নিজেও যে যথেষ্ট বিব্রত এদিন আকার-ইঙ্গিতে সেটাও বোঝালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

বিজেপিকে আক্রমণে কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

"BJP সব জায়গায় বলে বেড়াচ্ছে চোর-চোর-চোর। ওরা সবচেয়ে বড় চোর। বড় বড় ডাকাত, গুন্ডা, ক্রিমিনাল এজেন্সিদের প্রোটেকশনে আছে। এজন্সিরা আজ বাঁচাচ্ছে। ওদের বাড়ি রেড করলে দেখবেন!"

দলের একাংশের দুর্নীতি প্রসঙ্গে…

"১০০ জনের মধ্যে…আমার পাঁচটা আঙুলের মধ্যে একটা আঙুল কেটে যেতে পারে। একটা ছোট্ট ঘটনার জন্য, নিশ্চয় সবাই খারাপ নয়। আমি যেদিন থেকে মুখ্যমন্ত্রী হয়েছি এক পয়সা মাইনে নিই না। ভাতাও নিই না। সরকারি গেস্ট হাউসে থাকলে ভাড়া দিই। খাওয়ার টাকা আমিই দিই। সংসদের পেনশন পাই মাসে দেড় লক্ষ টাকা করে। গত ১৩ বছরে এক পয়সা তুলিনি।"

আরও পড়ুন- Mamata on Dakshineswar Skywalk: ‘শরীরে রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না’, কেন্দ্রের সঙ্গে সীমাহীন সংঘাতে মুখ্যমন্ত্রী

আরও পড়ুন- Mamata Banerjee: অযোধ্যায় যাবেন না, বদলে ২২ জানুয়ারি বাংলায় কী করবেন মমতা? নবান্ন থেকে ঘোষণা

এরই পাশাপাশি এদিন দক্ষিণেশ্বর স্কাইওয়াক ( Dakshineswar Skywalk) নিয়েও রাজ্যের অবস্থান স্পষ্ট করেছেন মুপখ্যমন্ত্রী। মেট্রোরেলের (Metro) কাজের জন্য দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে বলা হয়েছে বলে জদাবি মুখ্যমন্ত্রীর। এপ্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "“দক্ষিণেশ্বর স্কাইওয়াক (Dakshineswar Skywalk) ভাঙতে দেব না। আমার শরীরে শেষ রক্ত থাকতে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না। অনেক কষ্টে দক্ষিণেশ্বর স্কাইওয়াক করেছি। দক্ষিণেশ্বর স্কাইওয়াক আমার হৃদয়ে মণিমুক্তের মতো। মেট্রো (Metrorail) চিঠি দিয়ে দক্ষিণেশ্বর স্কাইওয়াকের জায়গা বদলাতে বলেছে। এরা আবার ধর্ম নিয়ে বড় বড় কথা বলে। আলিপুর বডিগার্ড লাইনসও (Alipore Body Guard Lines) হেরিটেজ এলাকা। ওটাও সরাতে বলেছে। ওটাও সরাতে দেব না।”

আরও পড়ুন- Crab Farming: ব্যবসা বাড়িতেই, কম বিনিয়োগে দ্রুত মোটা টাকা আয়! বেকারদের রোজগারের দিশা দেখাচ্ছেন গৃহবধূ

Mamata Banerjee West Bengal bjp tmc
Advertisment