যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে কর্তৃপক্ষকে ফের চিঠি রাজ্য শিশু সুরক্ষা কমিশনের। এর আগেও কমিশনের তরফে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুটি চিঠি পাঠানো হয়েছিল। তবে সূত্রের খবর, সেই চিঠির যা উত্তর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছে তাতে কমিশন সন্তুষ্ট নয়। সেই কারণেই ফের একবার যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি রাজ্যের শিশু সুরক্ষা কমিশনের।
উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু ঘিরে এখনও তোলপাড় পরিস্থিতি রাজ্যের শিক্ষামহলে। র্যাগিংয়ের জেরেই ওই ছাত্রের মৃত্যু বলে কার্যত মেনে নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এমনকী ছাত্র মৃত্যু নিয়ে বিশ্ববিদ্যালয় যে অভ্যন্তরীণ তদন্ত কমিটি গড়ে দিয়েছিল, তাদের রিপোর্টেও র্যাগিং তত্ত্বেই সিলমোহর দেওয়া হয়েছে।
আরও পড়ুন- অতি দুষ্প্রাপ্য বস্তুর খোঁজ চাঁদে? চন্দ্রযান ৩ মিশনে শরিক বাঙালি শিক্ষকের জোরালো দাবি
এদিকে, ছাত্র মৃত্যু নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এর আগে দুটি চিঠি পাঠিয়েছিল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তবে সূত্রের খবর, এক্ষেত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জবাবে সন্তুষ্ট নয় কমিশন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক ক্ষেত্রে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম মানা হয় না বলে দাবি শিশু সুরক্ষা কমিশনের।