Advertisment

বেসরকারি স্কুলগুলিকে কড়া বার্তা, আজ থেকেই পঠনপাঠনে বদল আনতে 'নির্দেশ'

রাজ্যের সরকারি স্কুলগুলিতে গত ২ মে থেকে গরমের ছুটি পড়ে গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb education department instructed private schools to shut off offline mode class

ফাইল ছবি।

আজ থেকেই সব বেসরকারি স্কুলে অফলাইন ক্লাস বন্ধের 'নির্দেশ' শিক্ষা দফতরের। বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে, সরকারি নির্দেশিকার পরেও বহু বেসরকারি স্কুল অফলাইন মোডে ক্লাস চালু রেখেছিল। যদিও সরকারি স্কুলগুলিতে গত ২ মে থেকে গরমের ছুটি পড়ে গিয়েছে। সরকারি স্কুল পুরোপুরি বন্ধ থাকলেও বেসরকারি স্কুলে অফলাইনে ক্লাস চালু নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই শিক্ষা দফতরের তরফে বেসরকারি স্কুলগুলিকে রাজ্যের সিদ্ধান্ত স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়।

Advertisment

কয়েক সপ্তাহ আগে তাপপ্রবাহে পুড়ছিল গোটা দক্ষিণবঙ্গ। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র দাবদাহে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছিল। গরমে স্কুলপড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে স্কুলগুলিতে ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সেই মতো সরকারি স্কুলগুলিতে গত ২ মে থেকে গরমের ছুটি পড়ে গিয়েছে। যদিও এরই মধ্যে আবহাওয়ার বড়সড় বদল ঘটেছে। ঝড়-বৃষ্টিতে দাবদাহ থেকে মুক্তি মিলেছে। আর আবহাওয়ার বদল হতেই স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন- পুলিশে বড় রদবদল, CID-র দায়িত্ব থেকে সরানো হল জ্ঞানবন্তকে

এমনিতেই করোনার জেরে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ ছিল। পড়াশোনার ক্ষেত্রে ক্ষতির মুখে পড়তে হয়েছে পড়ুয়াদের। এবার স্কুল চালু হলেও গরমের জন্য তড়িঘড়ি তা বন্ধ নিয়েও প্রশ্ন তুলেছে কোনও কোনও মহল। আবহাওয়ার বদল ঘটার পরেও কেন গরমের ছুটি এগিয়ে আনা হবে তা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন অভিভাবকদের একাংশ।

বেসরকারি স্কুলগুলির মধ্যে অধিকাংশই অফলাইন মোডে ক্লাস চালু রেখেছে। এতেই আপত্তি রাজ্যের। গতকালই শিক্ষা দফতরের তরফে বেসরকারি স্কুলগুলিকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। সরকারি নির্দেশিকা মেনে চলতে হবে। সেই কারণেই বেসরকারি স্কুলগুলিতে আজ থেকেই অফলাইন ক্লাস বন্ধ রাখতে বলা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের নির্দেশ মেনে পদক্ষেপ করেছে কলকাতার সাউথ পয়েন্ট স্কুল। তবে বাকিরা কী করবে তা নিয়ে এখনও ধন্দ রয়েছে।

West Bengal school Offline class
Advertisment