/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/09/students-2.jpg)
প্রতীকী ছবি।
টানা গ্রীষ্মের ছুটি কাটিয়ে সবেমাত্র কয়েকদিন হল স্কুল খুলেছে। এরই মধ্যে একাধিক জেলায় গরম মাত্রা ছাড়িয়েছে। অসহনীয় ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে জেলায়-জেলায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও একাধিক জেলায় মাত্রাছাড়া গরমে নাজেহাল দশা তৈরি হয়েছিল। এদিকে দক্ষিণবঙ্গে বিশেষ করে পশ্চিমাঞ্চলের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো জেলাগুলিতে গরমের তীব্রতা বেশ বেড়েছে। সেই কারণেই পড়ুয়াদের কথা বিবেচনা করেই আবারও রাজ্যের সরকারি স্কুলে ছুটি ঘোষণা করে দিল রাজ্য সরকার।
রাজ্য শিক্ষা দপ্তরের তরফে এ ব্যাপারে বিবৃতি জারি করা হয়েছে। সেই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, কয়েকটি জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সেই কারণেই আগামী ১৩ এবং ১৪ জুন রাজ্যের সব সরকারি, সরকার পোষিত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে পঠন-পাঠন বন্ধ থাকবে। তবে এই নির্দেশিকা রাজ্যের পাহাড়ি এলাকার স্কুলগুলির জন্য কার্যকর হবে না।
উল্লেখ্য, উত্তরবঙ্গে বর্ষা ঢুকে গেলেও দক্ষিণবঙ্গে টানা ভ্যাপসা গরমে নাজেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ায় অসহনীয় গরম পরিস্থিতি বেশ জটিল করেছে।
একাধিক জেলায় তীব্র গরমের মধ্যে স্কুলে গিয়ে পড়ুয়াদের অসুস্থ হওয়ার খবরও মিলেছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা বাদ দিলে অন্যান্য জেলাতেও গরম মাত্রা ছাড়িয়েছে। পড়ুয়াদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই শেষমেষ আগামী ১৩ এবং ১৪ জুন ছুটির নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর।