scorecardresearch

ডিএ-র দাবিতে তড়িঘড়ি সরকারি কর্মীদের ধর্মঘটের দিন বদল, কেন?

কবে হবে ধর্মঘট?

wb government employees da strike date change 10 march 2023, ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের ধর্মঘটে দিন বদলে হল ১০ মার্চ ২০২৩
হকের ডিএ-র দাবিতে চলছে অমশন। ছবি- শশী ঘোষ

বদলে গেল সরকারি কর্মীদের ডিএ-র দাবিতে ধর্মঘটের দিন। মঙ্গলবার আগামী ৯ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছিলেন আন্দোলনরত সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। কিন্তু, বুধবারই সেই দিন বদলে গেল। যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, আগামী ১০ মার্চ ধর্মঘট পালন করা হবে।

কেম এই দিন বদল? যৌথ মঞ্চের তরফে দাবি করা হয়েছে যে, ৯ মার্চ মাদ্রাসা বোর্ডের পরীক্ষা রয়েছে। মঙ্গলবার যৌথ মঞ্চের আন্দোলনকারীদের ধর্মঘটের সিদ্ধান্তের সময় যা বিবেচনায় ছিল না। তবে আজ পরীক্ষার কথা জানতে পেরেই মঞ্চ দ্রুত ধর্মঘটের দিন বদলে ফেলল।

আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চে হকের ডিএ-র দাবিতে এর আগে পর পর দু’দিনের কর্মবিরতি পালন করেছে। তার পরেও সরকারের টনক না নড়ায় এবার পুরোপুরি ধর্মঘটের রাস্তায় হাঁটলেন সরকারি কর্মচারীরা। এর জেরে ওইদিন জরুরি পরিষেবা-সহ একাধিক প্রশাসনিক দফতরে প্রভাব পড়তে পারে। থমকে যেতে পারে সরকারি কাজকর্ম।

ডিএ-র দাবিতে সরকারি কর্মীদের একাংশ ধর্মতলায় গত ২৭দিন ধরে আন্দোলনে। গত ১৩দিন ধরে চলছে অনশন কর্মসূচি। বর্তমানে ডিএ মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। রাজ্যের যুক্তি, কেন্দ্রীয় হারে ডিএ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের দেওয়ার ক্ষমতা নেই নবান্নের। তবে এর মধ্যেই আগামী ১লা মার্চ থেকে আরও ৩ শতাংশ হারে বর্ধিত ডিএ-র ঘোষণা করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর ফলে মার্চ থেকে ৬ শতাংশ হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। এরপরও কেন্দ্র রাজ্য ডডিএ-র ফারাক ৩২ শতাংশ।

মঙ্গলবার শিলিগুড়ির সভায় মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আজকে টাকা নেই, পয়সা নেই, তাও কারও মাইনে বন্ধ হয়নি। সরকারি কর্মীরাও আমার বন্ধু। সরকারি কর্মীরা ভাল থাকলে, আমরাও ভালো থাকব।’ অবশ্য এদিনও ডিএ ইস্যুতে ঘুরপথে কেন্দ্রকে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁদের দাবি, কেন্দ্রের আর্থিক বঞ্চনার কারণেই ডিএ আটকে সরকারি কর্মীদের।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Wb government employees da strike date change