Advertisment

ব়্যাগিংয়ে নিহত যাদবপুরের মৃত ছাত্রের নামে হাসপাতাল-মূর্তি, মাকে চাকরি, আশ্বাস মমতার

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন যাদবপুরের মৃত ছাত্রের মা-বাবা।

author-image
IE Bangla Web Desk
New Update
WB government will give job to jadavpur universitys dead student mother who died in ragging assures mamata banerjee , ব়্যাগিংয়ে নিহত যাদবপুরের মৃত ছাত্রের নামে হাসপাতাল-মূর্তি, মাকে চাকরি, আশ্বাস মমতার

নবান্নে মুখ্যমন্ত্রীর সামেনই কান্নায় ভেঙে পড়েছেন যাদবপুরের মৃত ছাত্রের মা।

ছেলের অকাল মৃত্যুর শোক এখনও টাটকা। এসবের মধ্যেই সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ব়্যাগিংয়ে নিহত পড়ুয়ার মা, বাবা নবান্নে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। কথা বলতে বলতে এদিন কান্নায় ভেঙে পড়েন মৃতের মা। স্বান্তনা দেন খোদ মুখ্যমন্ত্রী। এরই মাঝে মৃতের মাকে তাঁর বাড়ির কাছে চাকরি এবং ভাইয়ের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রীর তরফে মৃত ছাত্রের পরিবারকে আশ্বাস দেওয়া হয়েছে যে, নিহতের স্মৃতিতে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করা হবে। ওই হাসপাতালেই বসানো হবে তার মূর্তি।

Advertisment

গত ৯ আগস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের বারান্দা থেকে পড়ে দিয়ে স্নাতোকস্তরের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু হয়। যা ঘিরে শোরগোল পড়ে য়ায়। ব়্যাগিংয়েই মৃত্যু হয়েছে ওই নাবালক পড়ুয়ার। এই ঘটনায় পুলিশ তদন্তে নেমে বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই ১৩ জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের জেরায় এখনও পর্যন্ত পুলিশের অনুমান, ব়্যায়গিংয়ের জেরেই ওই পড়ুয়ার মৃত্যু হয়েছে।

ইউজিসি গাইডলাইন মেনে কেন যাদবপুরে সিসি ক্যামেরা নেই তা নিয়ে প্রশ্ন ওঠে। আতসকাচে বিশ্ববিদ্যালয় কর্ৃপক্ষের ভমিকাও। স্টুডেন্টস অফ ডিন ও রেজিস্ট্রারকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে লালবাজার।

Mamata Banerjee Ju Student Death Jadavpur University
Advertisment