Advertisment

রাজভবনে 'নজরদারি' রাজ্যের? মারাত্মক অভিযোগে কঠিন পদক্ষেপ রাজ্যপালের!

রাজ্য-রাজ্যপাল সংঘাত যেন থামার নামই নেই।

author-image
IE Bangla Web Desk
New Update
wb minister partha bhowmick attacks governor cv ananda bose

রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবনের উপর নজরদারি রাজ্যের? অন্তত এমনই আশঙ্কা রাজ্যপাল সিভি আনন্দ বোসের, খবর সূত্রের। সেই কারণেই এবার রাজভবন থেকে পুলিশ সরানোর সুপারিশ। ইতিমধ্যেই নবান্নকে রাজভবনের তরফে দুই পুলিশকর্মীর বিরুদ্ধে নালিশ জানানো হয়েছে। লালবাজারেও একই নালিশ জমা পড়েছে বলে খবর সূত্রের।

Advertisment

রাজভবনে পুলিশি নজরদারি নিয়ে ঠিক কী অভিযোগ?

রাজভবন সূত্রে জানা গিয়েছে, রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় কলকাতা পুলিশ নজরদারি চালাচ্ছে বলে মনে করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবনের যে অংশে রাজ্যপাল থাকেন তার কাছেই দুই পুলিশকর্মীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছে। যে এলাকায় ওই দুই পুলিশকর্মীর পোস্টিংই ছিল না সেখানে তাঁদের ঘোরাঘুরি নিয়ে প্রশ্ন ওঠে। রাজভবনের তরফে ওই দুই পুলিশকর্মীকে তাঁদের ঘোরাঘুরির কারণ জিজ্ঞাসা করা হয়। তবে সদুত্তর মেলেনি বলেই দাবি সূত্রের। এব্যাপারে রাজ্য সরকারকেও রাজভবনের তরফে সুনির্দিষ্টভাবে অভিযোগ জানানো হয়েছে বলে দাবি সূত্রের।

অর্থাৎ, এবার থেকে রাজভবনের রেসিডেন্সিয়াল এলাকায় রাজ্য পুলিশের উর্দিধারীরা থাকবেন না। এবার থেকে ওই এলাকার নিরাপত্তার দায়িত্ব সামলাতে দেখা যেতে পারে রাজ্যপালের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী অথবা সিরপিএফ-এর জওয়ানদের। সূত্রের খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোস মনে করছেন রাজভবনের উপর নজরদারি চালানোর চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন- সব ক্লাসের একজনই শিক্ষক, ‘আজব’ স্কুলে শিক্ষা নিয়ে ‘ছিনিমিনি’ সরকারের!

সেই কারণেই এবার এমন কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুতরাং, সূত্রের এই খবর যদি সত্যি হয় তাহলে এবার থেকে রাজভবনের ঢোকার পথ ও বাগানের দেখভাল ছাড়া কলকাতা পুলিশের কর্মীদের আর কিছু করণীয় থাকবে না বলেই মনে করা হচ্ছে। তবে রাজ্য পুলিশের কর্মীদের সরানোর ব্যাপারে রাজভবনের তরফে স্পষ্ট করে কিছু এখনও জানানো হয়নি।

আরও পড়ুন- আবহাওয়ায় আমূল বদল কবে? তুমুল বৃষ্টির জোরালো পূর্বাভাস কোন কোন জেলায়?

West Bengal cv ananda bose kolkata police Mamata Banerjee Bengal Governor
Advertisment