Advertisment

দৌড়োচ্ছেন রাজ্যপাল, অনুপ্রেরণায়?

মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ে দৌড়ানোর পর শুক্রবার রাজ্যপালের এমন দৌড় ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb governor Jagdeep Dhankhar, রাজ্যপাল জগদীপ ধনকড়, রাজ্যপাল, জগদীপ, জগদীপ ধনখড়, জগদীপ ধনকর, Jagdeep Dhankhar, mamata banerjee, দৌড়োলেন রাজ্যপাল, মমতা দৌড়োলেন, মমতা বন্দ্যোপাধ্যায়, মমতার জগিং, রাজ্যপালের জগিং, mamata, mamata banerjee jogging, Jagdeep Dhankhar jogging

সস্ত্রীক রাজ্যপাল।

পাহাড়ি রাস্তায় দৌড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার ২৪ ঘণ্টার মধ্যেই এবার সমতলের রাস্তায় দৌড়োলেন রাজ্যপাল। শুক্রবার সল্টেলেকের সেন্ট্রাল পার্কে ‘রান ফর আয়ুর্বেদ’-এর সূচনা করতে গিয়ে হাঁটার পাশাপাশি কিছুটা 'জগিং' করলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজ্যপালের সঙ্গে এদিন পার্কে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রীও। উল্লেখ্য, রাজ্যে বিভিন্ন ইস্যুতে এই মুহূর্তে রাজ্য সরকার বনাম রাজ্যপাল সংঘাত তুঙ্গে। সেই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাহাড়ে দৌড়ানোর পর শুক্রবার রাজ্যপালের এমন দৌড় ঘিরে জোর চর্চা শুরু হয়েছে বঙ্গ রাজনীতিতে। যদিও দু’জনের দৌড়ের প্রেক্ষিত সম্পূর্ণই আলাদা। উল্লেখ্য, এদিনই আবার রাজ্যপালকে ভাইফোঁটা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীর আমন্ত্রণের কথা প্রকাশ্যে এসেছে।

Advertisment

মমতার মতো এদিন নিজেই দৌড়োনোর ছবি টুইটারে পোস্ট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। টুইটারে রাজ্যপাল লিখেছেন, ‘‘স্ত্রী সুদেশ ধনকড়ের সঙ্গে রান ফর আয়ুর্বেদের সূচনা করলাম’’। স্বাস্থ্যই যে সম্পদ, সেকথাও মনে করিয়ে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা আইনজীবী।

আরও পড়ুন: মমতা ভাইফোঁটায় তাঁকে কেন আমন্ত্রণ করলেন? এবার কি ঝামেলা মেটাতে চান মুখ্যমন্ত্রী?

উল্লেখ্য, উত্তরবঙ্গ সফরে গিয়ে মমতা বৃহস্পতিবার সকালে কেবল স্বভাবসিদ্ধ দ্রুতগতিতে হাঁটেছেন তাই না, শাড়ি ও হাওয়াই চটি পরে কার্শিয়ঙের পাহাড়ি রাস্তায় রীতিমতো দৌড়োছেন বলা চলে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিন ছুটতে দেখা গিয়েছে তাঁর নিরাপত্তা রক্ষীদেরও। সেই ভিডিওতেই দেখা যায়, দৌড়ে মুখ্যমন্ত্রী রীতিমতো টেক্কা দিয়েছিলেন ট্র্যাকস্যুট পরা আমলা তথা সফর সঙ্গীদেরও। মমতার এই দৌড়ের মুহূর্ত ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চরম ভাইরাল হয়েছে। এখন দেখার রাজ্যপালের এদিনের দৌড় কত দূর ছড়িয়ে পড়ে।

West Bengal
Advertisment