Advertisment

অধ্যক্ষ পদে মানিকের নিয়োগ: হাইকোর্টে হলফনামায় বিস্ফোরক স্বীকারোক্তি রাজ্যের

যোগেশচন্দ্র ল কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছিল মানিক ভট্টাচার্যকে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb govt affidavit in High Court against Manik Bhattacharya

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্য।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আগেই জানিয়ে দিয়েছিল, এবার তাঁদের কথারই পুনরাবৃত্তি রাজ্য সরকারেরও। শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের যোগেশচন্দ্র ল' কলেজের অধ্যক্ষ পদে বসার যোগ্যতাই ছিল না। মানিক ভট্টাচার্য প্রসঙ্গে হাইকোর্টে হলফনামা দিয়ে এবার জানাল রাজ্য সরকারও।

Advertisment

এর আগে যোগেশচন্দ্র ল' কলেজের অধ্যক্ষ পদে মানিক ভট্টাচার্যের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলাটি ওঠে। সেই মামলায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি হলফনামা দিয়ে জানিয়ে দেয় মানিক ভট্টাচার্যের অধ্যক্ষ পদে যোগ দেওয়ার কোনও যোগ্যতা নেই। এবার রাজ্যের তরফেও জাম দেওয়া হলফনামায় কার্যত সেই বক্তব্যেরই পুনারাবৃত্তি হল।

আরও পড়ুন- বিচারপতি সিনহার স্বামীকে বারবার ডাকছে CID! তাঁর এজলাসে মুখ খুললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

রাজ্যের জমা দেওয়া হলফনামায় জানানো হয়েছে, অধ্যক্ষ হিসেবে কাজে যোগ দেওয়ার আগে অন্য কোনও কলেজে মানিক ভট্টাচার্যের পার্টটাইম লেকচারার হিসেবে কাজেরও কোনও ধরনের অভিজ্ঞতা ছিল না। ১৯৯৮ সালে মানিক ভট্টাচার্যকে যোগেশচন্দ্র ল' কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ করা হয়েছিল।

highcourt West Bengal Manik Bhattacharya
Advertisment