আভাসটা মিলেছিল আগেই। এবর সেটাই হল। পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য নির্বাচন কমিশন ও মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন সরকার।
প্রথমে স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোটা করাতে বলেছিল হাইকোর্ট। পরে পরিস্থিতি বুঝে গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। এমনকী রাজ্য নির্বাচন কমিশনকে হাইকোর্টের রায় কার্যকর করার সময় পর্যন্ত বেঁধে দিয়েছিলেন বিচারপতিরা। তবে এবার উচ্চ আদালতের সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে গেল রাজ্য ও কমিশন।
সূত্রের খবর, শনিবার ছুটির দিন থাকার জন্য ই-ফাইলিংয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। তবে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে রাজ্য যে সুপ্রিম কোর্টে যাবে তার আভাস আগেই মিলেছিল। সম্ভবত সেই কারণেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে কংগ্রেস সংসদ আবু হাসেম খান চৌধুরী সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করে রেখেছেন। সুতরাং, তাঁদের আইনজীবীদের বক্তব্য না শুনে এব্যপারে একতরফা কোনও নির্দেশ দেবে না শীর্ষ আদালত।