scorecardresearch

জামাইদের জন্য বিরাট আনন্দের খবর! জামাইষষ্ঠী নিয়ে নির্দেশিকায় জানাল রাজ্য

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী। জামাইদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারের।

wb govt announced a half-day holiday on Jamaishashti
জামাইদের জন্য বিরাট সুখবর।

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী। জামাইদের জন্য বিরাট সুখবর রাজ্য সরকারের। আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠীর দিনে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত এমন দফতর বাদে আগামী বৃহস্পতিবার রাজ্যের সব সরকারি প্রতিষ্ঠান বেলা ২টোর পর বন্ধ থাকবে বলে জানানো হয়েছে প্রশাসনিক নির্দেশিকায়।

রাজ্য সরকারি নির্দেশিকা অনুযায়ী জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত বিভাগগুলি বাদে বাকি সব দফতরে আগামী বৃহস্পতিবার বেলা ২টোর পর ছুটি হয়ে যাবে। এক্ষেত্রে সরকার অধিকৃত শিক্ষা প্রতিষ্ঠানগুলিও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কাঁদিয়ে ছাড়ছে আদা! কোথায় গিয়ে থামবে দাম! ভেবে কপাল চাপড়েই ক্ষান্ত আমজনতা!

আর একদিন পরেই জামাইষষ্ঠী। তার আগে বাজার আগুন। শাক-সবজি থেকে শুরু করে মাছ-মাংস সবেরই দাম বেশ চড়া। ইতিমধ্যেই বাড়ি-বাড়ি জামাই অ্যাপ্যায়নের তোড়জোড় তুঙ্গে।

আরও পড়ুন- নদী-সমুদ্রে জাল ফেলা বারণ, দিঘার বাজারে মাছের দামে আগুন, সমস্যায় পর্যটকরাও

বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে অন্যতম প্রধান একটি উৎসবের একটি জামাইষষ্ঠী। এর আগেও জামাইষষ্ঠীতে রাজ্য সরকারি কর্মীদের কখনও ছুটি কখনও আবার অর্ধদিবস ছুটি মিলেছে। এবার ফের একবার জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের।

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Wb govt announced a half day holiday on jamaishashti