Advertisment

দুর্গাপুজোয় কলকাতায় ঠাকুর দেখানোর অভূতপূর্ব উদ্যোগ রাজ্যের! তাকলাগানো বন্দোবস্ত চর্চায়!

এবার পুজোয় কলকাতা শহরে ঠাকুর দেখানোর অভাবনীয় পরিকল্পনা রাজ্য পরিবহণ দফতরের।

author-image
IE Bangla Web Desk
New Update
wb govt bringing special package to show kolkatas durgapuja 2023

এবার পুজোয় অভূতপূর্ব ভাবনা রাজ্য সরকারের।

এবার পুজোয় অভূতপূর্ব ভাবনা রাজ্য সরকারের। কলকাতা শহরে ঠাকুর দেখানোর অভাবনীয় পরিকল্পনা রাজ্য পরিবহণ দফতরের। এসি-নন এসি বাস থেকে শুরু করে পুজোর কলকাতায় ঘোরার দারুণ নজরকাড়া প্যাকেজের বন্দোবস্ত রাজ্যের। শুধু সড়কপথেই নয়। জলপথেও মিলবে তাক লাগানো এই পরিষেবা। এবার আরামে-আহ্লাদে দেখুন কলকাতার সেরা পুজো। অকল্পনীয় সুযোগ মুঠোয় এনে দিয়েছে রাজ্য সরকার। শুধু ঠাকুর দেখানোই নয়, শহরতলি থেকে পুজোর কেনাকাটা করতে যাঁরা কলকাতা শহরে আসতে চান তাঁদের জন্যও থাকছে মসৃণ পরিবহণ ব্যবস্থা। খোদ পরিবহণমন্ত্রীই পুজোর মরশুমে রাজ্যের এই নতুন উদ্যোগের ব্যাপারে বিশদে জানিয়েছেন।

Advertisment

পুজোয় কলকাতায় ঠাকুর দেখাতে কী বন্দোবস্ত সরকারের?

বাংলার দুর্গাপুজোর পালকে এখন আন্তর্জাতিক স্বীকৃতি জুড়েছে। তাই উৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের সুবিধার্থে এবার তাক লাগানো সুযোগ-সুবিধা এনেছে রাজ্য সরকার। সড়কপথের পাশাপাশি এবার পুজোর দিনগুলিতে নিপুণভাবে ব্যবহার করা হবে জলপথকেও। উত্তর ও দক্ষিণ কলকাতার মধ্যে যোগাযোগ আরও মসৃণ করতে গঙ্গার বুকে চলবে অত্যাধুনিক জলযান। ফেরিঘাটে দর্শনার্থীদের জন্য রাখা থাকবে বিশেষ বাস।

ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমীতে এসি-নন এসি বাসে ঠাকুর দেখার প্যাকেজ ট্যুর আনছে রাজ্য সরকার। মহানগরীর বিশেষ বিশেষ বনেদি বাড়ির পুজো ও বারোয়ারি পুজো দেখার জন্য নজরকাড়া প্যাকেজ আনছে রাজ্য পরিবহণ দফতর। এছাড়াও কলকাতা লাগোয়া জেলার আকর্ষণীয় বেশ কয়েকটি পুজোও দেখানোর বন্দোবস্ত থাকছে।

আরও পড়ুন- এবার পুরী গেলে যাবেনই যাবেন এতল্লাটে! কোলাহলমুক্ত অপূর্ব এই প্রান্ত পুরীর নতুন আবিষ্কার

প্যাকেজেই রয়েছে খাবারদাবারের এলাহি বন্দোবস্ত। সকালে স্ন্যাক্স থেকে শুরু করে লাঞ্চ ও ডিনার দেওয়া হবে। বাস-বোটের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ট্রামে চেপেও দুর্গাপুজোয় নগর পরিক্রমণের ব্যবস্থা থাকছে। এছাড়াও পুজোর প্রতিটি দিনে রাতভর চলবে বিশেষ বাস।

পুজোর কেনাকাটাতেও পাশে পরিবহণ দফতর…

এবার পুজোর কেনাকাটাতেও পাশে রাজ্য পরিবহণ দফতর। হাওড়া, কলকাতা, শিয়ালদহ, বারাসত স্টেশন থেকে মিলবে বিশেষ বাস। পুজোর কেনাকাটায় যাঁরা কলকাতার গড়িয়াহাট, নিউ মার্কেট, হাতিবাগান, শ্যামবাজারে যেতে চান তাঁদের গন্তব্যে পৌঁছে দেবে ওই বিশেষ 'শপিং বাস'।

আরও পড়ুন- বাংলায় লগ্নি সৌরভের, মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে স্পেন থেকেই বিরাট বার্তা মহারাজের

আন্তর্জাতিক স্বীকৃতির জন্যই বাংলার দুর্গাপুজোর আকর্ষণ বহুগুণে বেড়ে গিয়েছে। দেশ-বিদেশের পর্যটকদের কথা মাথায় রেখেই তাই এবার উৎসবের দিনগুলিতে এমন অভূতপূর্ব আয়োজন করেছে রাজ্য পরিবহণ দফতর, এমনই জানিয়েছেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী।

Durgapuja West Bengal Government West Bengal kolkata news durgapuja 2023 Mamata Banerjee kolkata
Advertisment