রাজ্যের পুরসভাগুলিতে নিয়োগ ঘিরেও দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জে করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার।
রাজ্যে শিক্ষাক্ষেত্রে নিয়োগ ঘিরে বিস্তর দুর্নীতির অভিযোগ ওঠে। সেই দুর্নীতির তদন্ত করতে গিয়েই রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগেও কেলেঙ্কারির আঁচ পায় সিবিআই। এফআইআর দায়ের করে পুরসভায় নিয়োগ ঘিরে দুর্নীতির অভিযোগের তদন্তে আগ্রহ প্রকাশ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শিক্ষাক্ষেত্রে নিয়োগে জড়িত এমন অনেকেই পুরসভায় নিয়োগ কেলেঙ্কারিতেও যুক্ত বলে দাবি করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা।
আরও পড়ুন- পয়লা বৈশাখের পর এবার রবীন্দ্র জয়ন্তী, বাঙালি মন পেতে ফের রাজ্যে শাহ
কেন্দ্রীয় সংস্থার এই বক্তব্য শোনার পর শেষমেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ ঘিরে ওঠা অভিযোগেরও সিবিআই তদন্তের নির্দেশ দেন। এমনকী ২৮ এপ্রিলের মধ্যে তদন্তের প্রাথমিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশের বিরুদ্ধেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে আবেদন রাজ্যের।
আরও পড়ুন- টিভি সাক্ষাৎকার দিয়ে শুনানির অধিকার হারালেন বিচারপতি গঙ্গোপাধ্যায়? বিরাট নির্দেশ সুপ্রিম কোর্টের