Bangla Bandh: আগামিকাল বিজেপির ডাকা বনধকে সমর্থন করে না রাজ্য সরকার। বুধবার রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখতে উপযুক্ত সব ধরনের পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আগামিকাল সরকারি দফতরগুলিতেও সব কর্মীদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহণ ব্যবস্থা সচল রাখতে বেসরকারি বাস-মিনিবাস চালকদেরও আলাদা করে আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, "আজ মহানগর ও কাল বাংলাকে স্তব্ধ করার প্রয়াস হচ্ছে। কোনও ভাবেই এটা সমর্থন করা যায় না। পরীক্ষার্থীদের পরীক্ষা চলছে। পুজো আসছে, ব্যবসা-বাণিজ্য চলছে।
আগামিকালের প্রস্তাবিত বনধ মানা হবে না। সবাইকে অনুরোধ এই বনধে অংশ নেবেন না। বাংলাকে অচল করার প্রয়াস অসমর্থনীয়। কাল রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে। দোকান-বাজার সব খোলা থাকবে। ক্ষতি হলে সরকার তার জন্য সমস্ত ব্যবস্থা নেবে। যান চলাচল স্বাভাবিক রাখতে হবে। সমস্ত বেসরকারি বাস মিনিবাস অপারেটরদের প্রতি অনুরোধ রাখা হচ্ছে। কাল বাংলাকে সচল রাখতে হবে। পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে। এই সৌজন্যের পরিবেশ বজায় রাখা হবে।"
উল্লেখ্য, আরজি কর কাণ্ডের প্রতিবাদে আজ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযান ছিল। সেই অভিযানকে দমন করতে পুলিশ যথেচ্ছভাবে অত্যাচার চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। পুলিশের বিরুদ্ধে ছাত্র সমাজের প্রতি নির্বিচারে অত্যাচার চালানোর অভিযোগ তুলেছে গেরুয়া শিবির।
https://www.youtube.com/watch?v=bcf1vz9KrF4
তারই প্রতিবাদে আগামিকাল অর্থাৎ বুধবার ১২ ঘণ্টার বাংলা বনধের ডাক দিয়েছে বিজেপি। কাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬ট পর্যন্ত বাংলা বনধের ডাক গেরুয়া শিবিরের। বনধ সফল করতে বিজেপির কর্মীরা কাল রাস্তায় থাকবেন বলে ঘোষণা করে দিয়েছেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।