Advertisment

যাদবপুর-কাণ্ডে এবার ভীষণ কড়া রাজ্য, র‍্যাগিং বন্ধের লক্ষ্যে বেনজির উদ্যোগ!

যাদবপুর-কাণ্ডে এবার আরও সক্রিয় রাজ্য সরকার।

author-image
IE Bangla Web Desk
New Update
wb govt makes a fact finding team in ju student death case

যাদবপুর কাণ্ডে কঠোর পদক্ষেপ রাজ্যের।

যাদবপুর-কাণ্ডে এবার আরও সক্রিয় রাজ্য সরকার। ছাত্র-মৃত্যুর তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম গঠন রাজ্যের উচ্চ শিক্ষা দফতরের। আগামী ২ সপ্তাহের মঝ্যে গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ওই কমিটিকে। চার সদস্যের ওই কমিটিতে রয়েছেন রাজ্য সরকারের একজন প্রশাসনিক আধিকারিক ও উচ্চ শিক্ষা সংসদের চেয়ারম্যানও। আজ থেকেই এই কমিটিকে কাজ শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisment

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুতে তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যের শিক্ষা মহলে। পাঁচতারা একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে গিয়ে পড়ুয়ার এমন মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না কেউই। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির একগুচ্চ অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের চার প্রাক্তন-সহ পাঁচ পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। মোট ৯ জনকে গ্রেফতার করে দফায়-দফায় জেরা চলছে।

আরও পড়ুন- লালবাজারে যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস রজত রায়, ছাত্র-মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদ

ব়্যাগিংয়ের জেরেই প্রথম বর্ষের ওই পড়ুয়ার মৃত্যু হয় বলে কার্যত মেনে নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। এদিকে, রাজ্য সরকার যাদবপুরের এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে। বৃহস্পতিবার যাবপুর-কাণ্ডের তদন্তে চার সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। আগামী ২ সপ্তাহের মধ্যে ওই কমিটিকে রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- যাদবপুরে ধুন্ধুমার, মিছিলে পুলিশের বাধা, ব্যারিকেড ভাঙল SFI

উল্লেখ্য, যাদবপুরের ঘটনায় দিন কয়েক ধরেই সরকারের কাছে কর্তৃপক্ষের প্রশাসনিক গাফিলতির একাধিক অভিযোগ আসছিল। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত গাফিলতি নিয়ে অভিযোগ উঠেছিল। রাজ্য সরকার ২ দিন আগেও ব়্যাগিং বিরোধী একটি সার্কুলার জারি করে। এরপরেই এদিন যাদবপুর-কাণ্ডের তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি রাজ্যের।

Ju Student Death Fact Finding Committee West Bengal News West Bengal Jadavpur University
Advertisment