ডিএ মামলার রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে আবারও আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার। তিন মাসের মধ্যে রাজ্যকে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ফের আবেদন রাজ্য সরকারের।
এর আগে চলতি বছরের ২০ মে ডিএ মামলার রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। সেই সময়সীমা এখন শেষের পথে। তার আগেই এবার আবারও আদালতের দ্বারস্থ রাজ্য সরকার। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্যের।
উল্লেখ্য, স্টেট অ্যামিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল ডিএ নিয়ে একটি রায় দিয়েছিল ২০১৯ সালের ২৬ জুলাই। পরে কলকাতা হাইকোর্টও ডিএ নিয়ে স্টেট অ্যামিনিস্ট্রেশন ট্রাইব্যুনালের রায়ই বহাল রাখে। তিন মাসের মধ্যে কর্মীদের বকেয়া মহার্ঘ্যভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
আরও পড়ুন- কাল জালে কেষ্ট, আজ পথে তৃণমূল, ED-CBI-র নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন
সেই সময়সীমা আগামী ২০ অগাস্ট শেষ হয়ে যাচ্ছে। আদালতের নির্দেশ অনুযায়ী এই সময়ের মধ্যেই বকেয়া ডিএ মেটানোর কথা রাজ্য সরকারের। তবে তার আগে ফের একবার আদালতের দ্বারস্থ হল রাজ্য।
কেন্দ্রীয় সরাকরি কর্মচারীদের ডিএ পাওয়ার নিরিখে রাজ্য সরকারি কর্মীরা অনেকটাই পিছিয়ে রয়েছেন বলে দাবি করে বকেয়া ডিএ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য সরকারি কর্মীরা। হাইকোর্ট তাঁদের পাশে দাঁড়িয়েই রাজ্যকে তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয়। স্বভাবতই উচ্চ আদালতের রায়ে স্বস্তি ফিরে পান রাজ্য সরকারি কর্মীরা। তবে রাজ্যকে ডিএ দেওয়ার সময়সীমা পেরনোর আগেই ফের একবার আদালতে গেল ডিএ মামলা।