Advertisment

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত থেকে মামলা সরতেই তৎপরতা, CBI তদন্ত বন্ধের আর্জি রাজ্যের

বিচারপতি গঙ্গোপাধ্যায় এর আগে এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
justice abhijit Gangopadhyays statement at calcutta highcourt

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফাইল ছবি।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে মামলা সরতেই তৎপরতা রাজ্যের। এবার পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্ত বন্ধের আর্জি রাজ্যের পুর দফতরের। কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলায় সিবিআই তদন্ত বন্ধের আবেদন রাজ্যের।

Advertisment

এর আগে বিারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে নিয়োগ দুর্নীতি মামলা চলাকালীন ইডি জানিয়েছিল ধৃত অয়ন শীলকে জেরা করে পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বহু তথ্য- প্রমাণ তাঁদের হাতে এসেছে। অয়ন শীলের বাড়ি ও অফিস থেকে পুরসভায় নিয়োগ সংক্রান্ত বেশ কিছু তথ্য তাঁরা পেয়েছিলেন বলেও দাবি করেছিলেন ইডির আইনজীবী। এরপরেই পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের ভার সিবিআইয়ের হাতে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন- ‘২৪-এর ভোট পর্যন্ত বাংলাকে টাকা নয়’, কেন্দ্রকে দুষে নজিরবিহীন ‘চক্রান্ত’ ফাঁস মমতার

কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের সেই নির্দেশের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। শীর্ষ আদালত বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সাত দিনের জন্য স্থগিতাদেশ দেয়। এরই মধ্যে মামলায় বিচারপতির বেঞ্চ বদলের নির্দেশ হয়। এই আবহেই এবার বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের দৃষ্টি আকর্ষণ রাজ্যের পুর দফতরের।

পুর দফতরের যুক্তি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পুরসভায় নিয়োগ দুর্নীতির মামলার সঙ্গে যুক্ত ছিলেন না। তাই তাঁর ওই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজ্য। আগামী সোমবার মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

supreme court West Bengal highcourt WB govt justice abhijit ganguly
Advertisment