Advertisment

শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট ঘোষণা! বড় খবর দিলেন মুখ্যমন্ত্রী!

নবান্নের তরফে বিবৃতি জারি করে শিক্ষক নিয়োগের ঘোষণা করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb govt will appoint teachers in saotali language for 844 posts

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জঙ্গলমহলে শিক্ষার সার্বিক প্রসারে আরও এক ধাপ রাজ্যের। এবার জঙ্গলমহলের এলাকাগুলিতে সাঁওতালি মাধ্যমের স্কুল চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বিএড কলেজগুলিতে সাঁওতালি ভাষায় পঠনপাঠন চালু করা হবে। বিবৃতি জারি করে নবান্ন জানিয়েছে এবার ৮৪৪টি পদে সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করা হবে। এছাড়াও সাঁওতালি-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষাগুর প্রসারে আরও কিছু ব্যবস্থার কথাও জানানো হয়েছে।

Advertisment

আগামী বছর লোকসভা ভোট। তার আগে জঙ্গলমহলে শিক্ষার প্রসার-সহ একাধিক প্রকল্পের বাস্তবায়নে জোরদার উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। এবার শিক্ষাক্ষেত্রে আরও বেশি সুযোগ সুবিধার কথা ভাবা হচ্ছে জঙ্গলমহলের জন্য। ঝাড়গ্রামের ব্লকে ব্লকে কমপক্ষে একটি করে সাঁওতালি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল ও হোস্টেল চালুর উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার।

আরও পড়ুন- কিছুটা সুস্থ হতেই কথা বললেন বুদ্ধদেব ভট্টাচার্য, চিকিৎসকদের কাছে কীসের আর্জি জানালেন?

তবে শুধু সাঁওতালি ভাষাই নয়। ওই স্কুলে ইংরেজি ভাষার শিক্ষকের বন্দোবস্ত থাকবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক দিক থেকেও জঙ্গলমহলের পড়ুয়াদের মধ্যে উৎসাহ বাড়াতে সাঁওতালি নাচ ও মিউজিকের উপর ডিপ্লোমা কোর্স করানোর চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার।

তবে শুধু জঙ্গলমহলেই নয়। উত্তরবঙ্গে রাজবংশীদের শিক্ষার প্রসারেও একাধিক তৎপরতা নিয়েছে রাজ্য সরকার। নবান্নের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী বছরের জানুয়ারি মাস থেকে উত্তরবঙ্গে ১৯৮টি রাজবংশী মাধ্যমের স্কুলে রাজ্য সরকারে অধীনে পড়াশোনা চালু করা হবে।

Mamata Banerjee jangalmahal West Bengal Teachers Recruitment
Advertisment