Advertisment

West Bengal Govt: চাকরিহারাদের মুখে হাসি ফোটাতে মরিয়া মমতা, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

SSC Scam Case Verdict: কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের যুক্তি, পাঁচ হাজার চাকরিপ্রাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাকি ২০ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেন চাকরি হারাবেন? কেন সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হবে?

author-image
IE Bangla Web Desk
New Update
Sadhan Pandeys wife Supti Pandey may be TMC candidate in Manicktala by election

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Government Will Pay Jobless In SSC Case: কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খুইয়েছেন ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী। সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে এসএসসি। আগেই চাকরিহারাদের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার চাকরিহারাদের স্বার্থে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, চাকরিহারাদের এপ্রিল মাসের বেতন দেবে পশ্চিমবঙ্গ সরকার। শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিদ্ধান্ত হয়েছে যে, যত দিন সুপ্রিম কোর্টে এই মামলা চলবে, তত দিন চাকরিহারাদের বেতন বন্ধ করা হবে না।

Advertisment

নবান্ন সূত্রে খবর, শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয়। সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার।

এসএসসির ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। শিক্ষা দফতরের পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফেও পৃথক ভাবে মামলা করা হয়েছে। ফলে বিষয়টি বর্তমানে শীর্ষ আদালতে বিচারাধীন।

আরও পড়ুন- Srijan Bhattacharya: ‘যাদবপুরে লাল সুনামি আছড়ে পড়বেই’, কোন অঙ্কে বিরাট সম্ভাবনা দেখছেন প্রত্যয়ী সৃজন?

গত সোমবার এসএসসিতে নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের নিয়োগ প্যানেল বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে বলা হয়েছে বাৎসরিক ১২ শতাংশ হারে সুদ-সহ। পাশাপাশি এই মামলায় সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে বলেছে আদালত। প্রয়োজনে কেন্দ্রীয় সংস্থা সন্দেহভাজনদের হেফাজতে নিয়েও জিজ্ঞাসাবাদ করতে পারবে বলেও রায়ে উল্লেখ রয়েছে। সুপার নিউমেরিক পোস্ট তৈরির তদন্তে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধেও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশের বিরুদ্ধে রাজ্যের যুক্তি, পাঁচ হাজার চাকরিপ্রাপকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সে ক্ষেত্রে বাকি ২০ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মী কেন চাকরি হারাবেন? কেন সম্পূর্ণ নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হবে?

WB SSC Scam Mamata Banerjee Mamata Government
Advertisment