Jobs in Bengal: ফের একবার রাজ্যে বিরাট কর্মসংস্থান তৈরির বিপুল একটি সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই হাজার হাজার নিয়োগের এই প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে বলে রাজ্য বিধানসভায় জানিয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা।
বিধানসভায় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন, অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা নেওয়া হবে রাজ্যে। এই দুই পদে ৩২ হাজার ৬৫৯ জনকে নিয়োগ করা হবে। এর মধ্যে ১২,০২৮ জন অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ করা হবে। একইভাবে অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগ করা হবে ২০,৬৩১ জনকে। জেলায় জেলায় এ ব্যাপারে ইতিমধ্যেই তাঁর দফতর বিজ্ঞপ্তি দেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন মন্ত্রী শশী পাঁজা।
এই বিজ্ঞপ্তির কাজ শেষ হলেই দ্রুত নিয়োগ প্রক্রিয়াও শুরু করে দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। তবে এই নিয়োগ গোটা রাজ্যেই হচ্ছে না। উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি বাদ দিয়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
আরও পড়ুন- Khandaghosh News: পরপর বাচ্চার জন্ম দিয়ে স্ট্যাম্প পেপারে দত্তকের নামে ‘বিক্রি’! দম্পতি এবার পুলিশের জালে
ইতিমধ্যেই রাজ্যে আরও বেশি কর্মসংস্থান তৈরির লক্ষ্যে নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নেতৃত্বাধীন সরকার। একদিকে যেমন বেসরকারি শিল্পপতিদের শিল্প স্থাপনে আহ্বান জানানো হচ্ছে, তেমনই রাজ্যে চালু শিল্পগুলিতে আরও বেশি কর্মসংস্থানের (Employment) লক্ষ্যে প্রতিনিয়ত আলাপ-আলোচনা চলছে শিল্পপতিদের সঙ্গে। এবার গ্রামীণ এলাকায় কর্মসংস্থান তৈরিতে আরও বেশি জোর দিতে নয়া তৎপরতা নিল রাজ্য সরকার।
আরও পড়ুন- West Bengal Weather Update: আরও বাড়বে বৃষ্টি! কাঁপানো দুর্যোগ কপালে নাচছে বাংলার! আবহাওয়ার উন্নতি কবে?