Advertisment

কেন্দ্রীয় বাহিনীর আসা আটকাতে 'মাস্টারপ্ল্যান'? রাজ্যের 'তুলকালাম' পদক্ষেপ জোর চর্চায়

কেন্দ্রীয় বাহিনীতে তুমুল আপত্তি সত্ত্বেও হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি প্রত্যাহার।

author-image
IE Bangla Web Desk
New Update
WB govt withdraw reviw application on deploying central force at panchayat election

কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় পুনর্বিবেচনার আর্জি তুলে নিল রাজ্য।

পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত-পুনর্বিবেচনার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তবে এবার সেই আবেদনই প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। এর আগে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ তাঁদের নির্দেশে জানিয়েছিলেন, রাজ্যের স্পর্শকাতর এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করতে হবে। সেই রায়েরই পাল্টা 'রিভিউ অ্যাপ্লিকেশন' দায়ের করে রাজ্য সরকার। শুক্রবার সেই পুনর্বিবেচনা-আবেদন প্রত্যাহা করে নিল রাজ্য।

Advertisment

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে উত্তাল বাংলা। দিকে-দিকে অশান্তি। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই অশান্ত পরিস্থিতি রাজ্যের বিভিন্ন প্রান্তে। ইতিমধ্যেই ভোট-সন্ত্রাসের বলি হতে হয়েছে ৬ জনকে। গত ১৩ জুন একটি নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন- ‘শওকত মোল্লা কে?’ সন্ত্রাস-বিধ্বস্ত ভাঙড়ে গিয়ে প্রশ্ন রাজ্যপালের

স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর নির্দেশ দেয় উচ্চ আদালত। রাজ্য সরকার সেই নির্দেশের পাল্টা রায়-পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল। তবে বৃহস্পতিবার পঞ্চায়েত ভোট নিয়ে আরও একটি নির্দেশ দেয় হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, শুধুই স্পর্শকাতর এলাকায় নয়, গোটা রাজ্যেই কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে হবে।

এরপরেই নয়া তৎপরতা রাজ্যের তরফে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এর আগে রাজ্যের তরফে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আপত্তি জানিয়ে করা রায়-পুনর্বিবেচনা আর্জি তুলে নেওয়া হল। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, এবার কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করতে পারে রাজ্য সরকার। একটি সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই নাকি রাজ্যের তরফে এব্যাপারে আইন বিশারদদের সঙ্গে পরামর্শ করা শুরু হয়েছে।

supreme court panchayat vote West Bengal highcourt Central Force bengal panchayat election 2023
Advertisment