Advertisment

WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য দুরন্ত উদ্যোগ রাজ্যের, জেনে রাখুন

Higher Secondary Examination 2024: চলতি মাসের ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮ এবং ২৯ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ওই দিনগুলিতে এই বিশেষ উদ্যোগ কার্যকর হচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
WB HS Exam 2024 special bus services kolkata north and south 24 pargana newtown , উচ্চ মাধ্যমিক ২০২৪ বিশেষ বাস পরিষেবা কলকাতা উত্তর ও দক্ষিণ কলকাতা নিউটাউন

উচ্চ মাধ্যমিক দিতে যাওয়ার পথে পরীক্ষার্থীরা। ছবি- শশী ঘোষ

Special Bus Services For HS Exam 2024: শুক্রবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। চলবে আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। কলকাতা ও সংলগ্ন অঞ্চলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধায় এবার বিশেষ উদ্যোগ নিল রাজ্য পরিবহণ নিগম। পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের সুবিধার্থে কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলির মধ্যে ১৪টি রুটে বিশেষ বাস পরিষেবা চালু করা হয়েছে। সকাল ৭টা ৪৫ মিনিট থেকে দুপুর দেড়টার মধ্যে বিভিন্ন রুটে প্রান্তিক বাসস্ট্যান্ড থেকে ওই সব বাস ছাড়ছে।

Advertisment

পরীক্ষার দিনগুলিতে বাস পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে কলকাতা রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বিশেষ কন্ট্রোল রুম সকাল ৬টা থেকে চালু থাকবে। কন্ট্রোল রুমের নম্বর হল (০৩৩) ২২৩৬০৪৬২ /০৪৬৩। যে কোনও সমস্যায় এই নম্বরে যোগাযোগ করা যাবে বলে পরিবহণ দফতরের তরফে ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন- WB HS Exam 2024: উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখবর আগে পড়ুন! দুরন্ত রেকর্ড এবছরের HS-এর

এই বিশেষ 'পরীক্ষা স্পেশাল' বাস পরিষেবা উত্তরে দক্ষিণেশ্বর থেকে ধর্মতলা, ব্যারাকপুর থেকে হাওড়া, কাঁকুড়গাছি থেকে বেহালা, কলকাতা বিমানবন্দর থেকে ধর্মতলা এবং ডানলপ থেকে বালিগঞ্জ রুটে মিলবে। দক্ষিণে বালিগঞ্জ স্টেশন থেকে ধর্মতলা, ঠাকুরপুকুর থেকে ধর্মতলা, কুঁদঘাট থেকে দক্ষিণেশ্বর, গড়িয়া থেকে দেশপ্রিয় পার্ক হয়ে হাওড়া স্টেশন, সরশুনা এবং ঠাকুরপুকুর থেকে হাওড়া স্টেশন, গড়িয়া থেকে টালিগঞ্জ হয়ে হাওড়া স্টেশন এবং যাদবপুর ৮বি থেকে হাওড়া স্টেশন রুটে চলবে। অন্য দিকে, পূর্বে নিউ টাউন থেকে শিয়ালদহ রুটেও মিলবে এই পরিষেবা।

বিশেষ এই বাসগুলির সামনে ঝোলানো থাকবে 'পরীক্ষা স্পেশাল' বোর্ড। নিগম সূত্রে খবর, চলতি মাসের ১৬, ১৭, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৭, ২৮ এবং ২৯ তারিখ উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে। ওই দিনগুলিতে রাস্তায় ভোর সাড়ে পাঁচটা থেকে সকাল ১০টার মধ্যে বাসের সংখ্যা পর্যাপ্ত রাখতে সরকারি স্তরে নির্দেশ দেওয়া হয়েছে। ফলে, পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস ছাড়াও নির্দিষ্ট দিনগুলিতে সকাল থেকেই সমস্ত রুটে বাসের জোগান পর্যাপ্ত থাকবে।

West Bengal HS Exam Bus Service higher secondary examination
Advertisment