/indian-express-bangla/media/media_files/2025/05/07/Gg26SdrUGkdj4knslNY7.jpg)
wb result 2025 class: উচ্চ মাধ্যমিকে দুরন্ত ফল যমজ ভাইদের।
West Bengal Higher Secondary 12th Result 2025: উচ্চমাধ্যমিকে দশম স্থানে রয়েছেন মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের ছাত্র অভিষেক দাস। উচ্চ মাধ্যমিকে ৪৮৮ নম্বর পেয়ে রাজ্য ১০ম স্থান অধিকার করেছেন তিনি। এর আগে মাধ্যমিক পরীক্ষাতেও ৬৮০ নম্বর পেয়ে রাজ্য ১৩তম স্থান অধিকার করেছিল অভিষেক। আগামীদিকে চিকিৎসক হতে চান তিনি।
ছাতিনাকান্দির বাসিন্দা অভিষেকরা যমজ দুই ভাই। অভিষেকের দাদা অরুনাভ দাসও এবারের উচ্চ মাধ্যমিকে সাড়া জাগানো ফল করেছে। তার প্রাপ্ত নম্বর ৪৮৭। ভাই এবারের উচ্চ মাধ্যমিকে ১০ম স্থানে রয়েছে, দাদা রয়েছে ১১তম স্থানে। জন্মের মতোই দুই ভাইয়ের রেজাল্টের নম্বরের ফারাকও মাত্র ১।
উচ্চ মাধ্যমিকে এবার রাজ্যে দশম স্থান অধিকার করেছেন মুর্শিদাবাদের কান্দি রাজ উচ্চ বিদ্যালয়ের কৃতী ছাত্র অভিষেক দাস। এদিন দুরন্ত এই ফলের পর অভিষেক বলেন, "খুব ভালো লাগছে। আমি প্রথম ১০-এ এসে গেছি। প্রথম ১০-এ থাকার ব্যাপারে আশাবাদী ছিলাম। আমার ভালো ফলের নেপথ্যে বাবা-মা, স্কুলের শিক্ষক থেকে শুরু করে টিউশনের স্যারেদের অবদান অনেক বেশি। আমি চিকিৎসক হতে চাই।"
আরও পড়ুন- WBCHSE WB HS Result 2025: উচ্চমাধ্যমিকে প্রথম ১০-এ কোন স্কুলের কোন পড়ুয়া? দেখুন একঝলকে...
অভিষেকের দাদা অরুনাভও এবারের উচ্চমাধ্যমিকে ১১ নম্বর স্থান অধিকার করেছেন। নিজে প্রথম দশে না থাকলেও ভাই রয়েছে। এতেই খুশি দাদা অরুনাভ। তাঁর কথায়, "আমি Rank করতে না পারলেও ভাই করেছে। এতেও আমি খুব খুশি। আমার নাম এসেছে ১১ নম্বরে। মাধ্যমিকে Rank না হওয়ায় দুঃখ পেয়েছিলাম। তবে এখন আর সেই দুঃখ নেই। আমি বেশ কয়েকটি এন্ট্রান্স পরীক্ষাতেও ভালো Rank করেছি। আমার ভালো ফলের পিছনেও বাবা-মা ও স্যারেদের ভূমিকা রয়েছে। আমি জেনারেল লাইনেও যেতে পারি।"
উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাতালিকায় প্রথম ১০-এ রয়েছেন মোট ৭২ জন ছাত্রছাত্রী। এই বছর উচ্চমাধ্যমিকে মেয়েদের তুলনায় ছেলেদের পাশের হার বেশি। পাশের হারে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ওই জেলায় ৯৫.৭৫ শতাংশ পড়ুয়া উচ্চমাধ্যমিকে পাশ করেছে। পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা (৯৩.৫৩ শতাংশ)। উচ্চমাধ্যমিকে পাশের হারে তৃতীয় স্থানে রয়েছে কলকাতা (৯৩.৪৩ শতাংশ)। হুগলি থেকে সবচেয়ে বেশি স্থানাধিকারী আছেন।