এবার রাজ্যের বিরুদ্ধে সুর চড়াতে রাজধানীতে চাকরিপ্রার্থীরা। দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে যে দুটি জায়গায় ধর্নার অনুমতি চেয়েছে তৃণমূল, সেখানেই এবার চাকরির দাবিতে তৃণমূল নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ দেখাতে চেয়েছিলেন চাকরিপ্রার্থীরা। দিল্লির সংসদ মার্গ থানায় এব্যাপারে প্রয়োজনীয় অনুমতি চেয়েছিলেন তাঁরা। পুলিশের অনুমতিতে যন্তর মন্তরে আধঘণ্টার অবস্থান বিক্ষোভ চাকরিপ্রার্থীদের।
রাজ্যের চাকরি দুর্নীতি ইস্যুতে এবার সরগরম রাজধানী দিল্লি। একদিকে, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজধানী কাঁপাতে ময়দানে নেমেছে তৃণমূল শিবির। দিল্লির রাজঘাট ও যন্তর মন্তরে ধর্না দিতে চায় রাজ্যের শাসকদল। এবার রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে দিল্লি উড়ে গিয়েছেন চাকরিপ্রার্থীরাও। দক্ষিণ ২৪ পরগনা জেলার ২০০৯ সালের প্রাথমিকের চাকরিপ্রার্থীরা গিয়েছেন দিল্লিতে। দিল্লির যন্তর মন্তর ও রাজঘাটে ধর্নায় বসতে চেয়ে আবেদন জানিয়েছিলেন তাঁরা। যন্তর মন্তরে আধঘণ্টার জন্য চাকরিপ্রার্থীদের ধর্নায় বসার অনুমতি দেওয়া হয়।
আরও পড়ুন- রাজঘাটে প্ল্যাকার্ড হাতে ধর্নায় অভিষেক, পাশে সেই কল্যাণ!
যোগ্য হলেও দিনর পর দিন ধরে তাঁদের চাকরি দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। এব্যাপারে রাজ্য সরাকরকেই কাঠগড়ায় তুলেছেন চাকরিপ্রার্থীরা। এতদিন কলকাতায় বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এবার চাকরির দাবিতে খাস দিল্লিতে সোচ্চার এরাজ্যের চাকরিপ্রার্থীরা। এদিকে, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলে দিল্লির রাজঘাট ও যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে তৃণমূলের।
আরও পড়ুন- পর্যটকদের হল কী! পরপর ৩ দিনের ছুটিতেও সমুদ্রনগরী দিঘা কেন খাঁ খাঁ?
সোমবার গান্ধী জয়ন্তীতে রাজঘাটে ধর্নায় বসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। আগামিকাল যন্তর মন্তরে তাঁদের বিক্ষোভ কর্মসূচি। সেই কর্মসূচির এই প্রতিবেদেন লেখা পর্যন্তও তৃণমূলকে অনুমতি দেয়নি দিল্লি পুলিশ।