Advertisment

Akhil Giri: 'মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব, আধিকারিকের কাছে নয়', পদত্যাগের পরেও হুঙ্কার অখিল গিরির

Akhil Giri: কাঁথির মহিলা রেঞ্জারকে কুকথার জেরে অবশেষে দলের চাপে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন অখিল গিরি। তবে ভাঙলেও মচকালেন না রামনগরের তৃণমূল বিধায়ক। তিনি পরিষ্কার জানিয়ে দেন, ক্ষমা চাওয়ার কোনও প্রশ্নই নেই। রেঞ্জ অফিসারের কাছে ক্ষমা চাইব না বলেও মন্তব্য করেন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
wb minister akhil giri submit his resignation , অখিল গিরি, পদত্যাগপত্র

Akhil Giri: অখিল গিরি।

Akhil Giri: পদত্যাগের পরে হুঙ্কার অখিল গিরির (Akhil Giri)। আবারও কাঁথির মহিলা রেঞ্জারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানালেন সদ্য প্রাক্তন রাজ্যের এই মন্ত্রী। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন অখিল গিরি।

Advertisment

এদিন তিনি বলেন, "উত্তেজনার বশে যে শব্দ ব্যবহার করেছি তার জন্য অনুতপ্ত। কাজের জন্য অনুতপ্ত নই। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাইব, আধিকারিকের কাছে নয়। রেঞ্জারের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা উচিত। উনি গ্রামবাসীদের গুন্ডা বলছেন।"

সোমবারই কাছে থেকে কলকাতায় এসে ছেন অখিল গির। তিনি জানিয়েছেন রাজ্য প্রশাসনের তরফ তাকে ইচ্ছাপত্র মুখ্যসচিবকে হোয়াটসঅ্যাপে পাঠাতে বলা হয়। সেইমতো হোয়াটসঅ্যাপে মুখ্যসচিবকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন অখিল গিরি। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অখিল গিরি জানিয়েছেন তিনি ২০২৬ সাল পর্যন্ত বিধায়ক রয়েছেন। রামনগরের বিধায়ক হিসেবে তিনি কাজ করে যাবেন। তিনি আরও বলেন, "মুখ্যসচিব ফোন করেছিলেন। উনি বলেছেন পদত্যাগ পত্র ওকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে। হার্ডকপি পরে জমা দিতে বলেছেন। সেটাই করব আমি।"

আরও পড়ুন- West Bengal Weather Update: আরও বাড়বে দুর্যোগ! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

আরও পড়ুন- Governor on West Bengal Economy: ‘ভেঙে পড়েছে বাংলার অর্থনীতি’, রাজ্যকে দুষে শ্বেতপত্র চাইলেন রাজ্যপাল

এর আগে রবিবার দুপুর কাঁথিতে সাংবাদিক সম্মেলন করে অখিল গিরি বলেছিলেন, ‘মন্ত্রিত্ব ছাড়ার বিষয়ে আমি অনুতপ্ত নই। আমি মন্ত্রী হয়েছি ২০২১ সালে। মন্ত্রিত্ব আমার কাছে কোনও বড় কথা নয়। আমার কাছে বড় কথা, আমার এলাকার মানুষকে নিয়ে যতটুকু লড়াই করা দরকার, আগামীদিনে আমার লড়াই চলবে। আমি সবসময় দলের অনুগত সৈনিক। দল যখন যা নির্দেশ দিয়েছে, তখন সেইমতোই কাজ করেছি দলে থেকে। এখনও করব। আমি নিজে জনপ্রতিনিধি হিসাবে লড়াই করব। আমার কাছে যদি কোনও পদ না থাকে, আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা থেকে লড়াই করে যাব।’

আরও পড়ুন- Baruipur Incident: পাম্পিং স্টেশনে জলে নেমে রিলস, প্রবল স্রোতে ভেসেই গেল কিশোর

Resignation WB Minister akhil giri
Advertisment