এসএসকেএম হাসপাতালে ভর্তি জ্যোতিপ্রিয় মল্লিক। তবে হাসপাতাল সূত্রের খবর, শারীরিক পরিস্থিতির খানিকটা অবনতিতে তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ রেশন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। একাধিক শারীরিক সমস্যা রয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, এসএসকেএম হাসপাতালের কেবিনে দাঁড়িয়ে হঠাৎই নাকি পড়ে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। স্নায়ুরোগজনিত সমস্যা হতে পারে তাঁর। দ্রুত তাঁকে আইসিসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে।
রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে। ইডির দাবি, জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই কাজ করতেন বাকিবুর রহমানরা। দিনের পর দিন ধরে রেশন পণ্যের কালোবাজারি করে জ্যোতিপ্রিয় মল্লিক-সহ তাঁর সাঙ্গোপাঙ্গরা ফুলেফেঁপে ঢোল হয়েছেন বলে দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার। তদন্তে নেমে জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল সম্পত্তির খোঁজও মিলেছে।
আরও পড়ুন- জাল ফেলতেই জলের তলা থেকে বীভৎস টান! তুমুল হইচই সুন্দরবনে! তারপর?
যদিও গ্রেফতারের পর থেকে তাঁকে টানা জেরার সুযোগ পায়নি ইডি। কেন্দ্রীয় সংস্থার হেফাজতে থাকাকালীনই অসুস্থতা বোধ করতে থাকেন একদা দোর্দণ্ডপ্রতাপ রাজ্যের এই মন্ত্রী। বারবার শারীরিক পরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছে। বর্তমানে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
আরও পড়ুন- তাকলাগানো প্রযুক্তিই ঢাল! সুন্দরবনে শুরু বাঘ সুমারী, নতুন রেকর্ডের আশায় বনদফতর