দুর্যোগেও চড়ছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবন অভিযানের দিনেই উত্তরবঙ্গে রাজ্যপাল সিভি আনন্দ বোস। উত্তরবঙ্গের বানভাসি দশা নিজে চোখে দেখতে গিয়েছেন রাজ্যপাল। রজ্যপালের এই পরিদর্শন ঘিরেও তাঁকে যারপরনাই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তবে রাজ্যপালও থেমে থাকার পাত্র নান। পার্থ ভৌমিককে সটান জবাবে চর্চা তুঙ্গে তুলেছেন রাজ্যের সাংবিধানিক প্রধান।
রাজ্যপালের উত্তরবঙ্গ সফর নিয়ে কী বলেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক?
"অভিষেক বন্দ্যেপাধ্যায়কে দেখে যেমন প্রতিমন্ত্রীও পালাচ্ছেন তেমনই রাজ্যপালও পালাচ্ছেন। গরিবের হকের টাকা চাইতে যাচ্ছেন অভিষেক। তাঁকেই হেনস্থা করা হচ্ছে। এর জবাব দিতে পারবেন না বলেই রাজ্যপাল পালাচ্ছেন।" এখানেই থেমে থাকেননি সেচমন্ত্রী। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পর্যটক বলেও কটাক্ষ করেছেন পার্থ ভৌমিক।
সেচমন্ত্রী পার্থ ভৌমিককে পাল্টা জবাবে কী বলেছেন রাজ্যপাল?
"আমি পর্যটক। এখানকার মানুষের পরিস্থিতি নিজে চোখে দেখতে এসেছি। তাও আমার জুনিয়র অ্যাপয়েন্টিদের মধ্যে কেউ যদি আমার সঙ্গে পর্যটক হিসেবেও থাকতেন…রাজ্যবাসীর অবস্থা দেখে আমি আর থাকতে পারিনি। দিল্লি থেকে চলে এসেছি।"
উল্লেখ্য, সিকিমে মেঘভাঙা বৃষ্টি ও উত্তরবঙ্গ জুড়ে টানা বৃষ্টির জেরে ফুঁসছে তিস্তা নদী। পাহাড়ি পথ বেয়ে প্রবল জলস্রোত ওলোটপালোট করে দিয়েছে সিকিমের বিস্তীর্ণ প্রান্ত। দার্জিলিং, কালিম্পঙের বহু এলাকাও জলমগ্ন। হাজার-হাজার মানুষকে অন্যত্র সরাচ্ছে রাজ্য প্রশাসন। সিকিম ও দার্জিলি, কালিম্পঙে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন বহু পর্যটকও।
আরও পড়ুন- পুর নিয়োগ দুর্নীতি: সাংঘাতিক কিছুর আঁচ? মমতার কাছের মন্ত্রীর বাড়িতে সাতসকালে ইডির হানা
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শ্বেতিঝধোরায় গিয়েছিলন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এলাকার পরিস্থিতি নিয়ে তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। রাজ্যপালকে সামনে পেয়ে ত্রাণ নিয়ে অভিযোগ শুনিয়েছেন স্থানীয়রাও। তাঁদের সঙ্গেও এদিন কথা বলেছেন সিভি আনন্দ বোস।
উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি ও পড়শি রাজ্য সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে তুমুল বিপজ্জনক পরিস্থিতি উত্তরবঙ্গের একাধিক এলাকায়। প্রবল দুর্যোগের জেরে সিকিমের সঙ্গে কালিম্পঙের যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন হয়ে পড়েছে। জায়গায়-জায়গায় ধস নেমে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। কালিম্পঙের বিভিন্ন প্রান্তে রাস্তায় বড়-বড় ফাটল তৈরি হয়েছে। পাহাড়ের খাদ বরাবর বহু বাড়িও ধসে পড়েছে। যুদ্ধকালীন প্রচেষ্টায় চলছে উদ্ধারকাজ।
আরও পড়ুন- আরও প্রবল-জোরালো বৃষ্টির তুফানি পূর্বাভাস, আজও তুমুল দুর্যোগ! আবহাওয়ার উন্নতি কবে?