Advertisment

'পুলিশকে ধরে আছাড় মারব, এখানেই মারব', মমতার মন্ত্রীর বেনজির হুমকিতে তুলকালাম

কেষ্টর বুলি তৃণমূলের আরও এক প্রভাবশালী নেতার মুখে।

author-image
IE Bangla Web Desk
New Update
mamata banerjee at howrah station for vande bharat inauguration program, হাওড়ায় মমতা যেতেই 'জয় শ্রীরাম' স্লোগান, উদ্বোধনী মঞ্চে গেলেন না 'বিরক্ত' মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবার অনুব্রত মণ্ডলের বুলি বেচারাম মান্নার মুখেও। পুলিশকে তুলে আছাড় মারার হুমকি দিয়ে জোর চর্চায় রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। বেচারামের এই মন্তব্যের তীব্র সমালোচনায় সরব বিরোধীরা। এখনই বেচারাম মান্নার বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা উচিত মুখ্যমন্ত্রী ততা পুলিশমন্ত্রীর, দাবিতে সোচ্চার বামেরা।

Advertisment

পুলিশকে বোমা মারার হুমকি দিয়ে শিরোনামে এসেছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। দিনের পর দিন এমনকী এখনও ইলেক্ট্রনিক্স মিডিয়া-ডিজিটাল মিডিয়ায় কেষ্টর সেই 'বুলি' বিভিন্ন সময় নানা ঘটনার প্রেক্ষিতে সম্প্রচার করা হয়। ভরা সভায় পুলিশকে বোমা মারার 'নিদান' দিয়ে সীমাহীন বিতর্কে জড়িয়েছিলেন বর্তমানে গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল। এবার সেই পুলিশকেই তুলে আছাড় মারার হুমকি রাজ্যের মন্ত্রী তথা সিঙ্গুরের তৃণমূল বিধায়ক বেচারাম মান্নার মুখে।

কী বলেছেন বেচারাম মান্না?

কোনও একটি ইস্যুতে গ্রামবাসীদের পাশে দাঁড়িয়ে পুলিশকে বেনজির হুঁশিয়ারি দেন বেচারাম। তাঁকে বলতে শোনা যায়, ''মেইন রাস্তা যেখানে গাড়ি চলছে সেখানে অবরোধ করা যাবে না। তখন পুলিশ ঝামেলা করবে। কিন্তু কাজ বন্ধ করতে এলে বা যদি পুলিশ বাধা দেয় আমি পুলিশকে ধরে আছাড় মারব, এখানেই মারব।''

আরও পড়ুন- দিল্লি কি যেতেই হচ্ছে কেষ্টকে? স্পষ্ট হতে পারে আজই

রাজ্যের মন্ত্রী পুলিশকে তুলে আছাড় মারার হুমকি দেওয়ায় সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ''মমতা ব্যানার্জি বলেছেন পুলিশকে চাবকানোর দরকার আছে। তাঁদের নেতা বলেন আছাড় মারুন, পুলিশকে বোমা মারুন। আমরা মনে করি পুলিশ নিয়ম-সংবিধান মেনেই কাজ করবে। কেউ কেউ চাইছেন পুলিশ চাকর-বাকরের মতো কাজ করুক। যখন সেটা হচ্ছে না, তখন পুলিশের প্রতি এই ধরনের ব্যবহার করছে।''

আরও পড়ুন- গতি বাড়িয়েই হঠাৎ ব্রেক কষল শীত, ঠান্ডার জোরালো কামব্যাক কবে? জানুন দিনক্ষণ

সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ''বেচারাম মান্না একজন মন্ত্রী। বেআইনি কাজের উসকানি দিচ্ছেন। মুখ্যমন্ত্রীর উচিত এখনই ওঁর বিরুদ্ধে পদক্ষেপ করা। ওঁরা দেখছেন দলনেত্রী মমতা ব্যানার্জী অনুব্রত মণ্ডলকে 'বীরশ্রী' উপাধি দেওয়ার অপেক্ষায় আছেন। তাহলে অনুব্রত বোমা মারতে বললে ও অন্তত কাছাকাছি যাক। তুলে আছাড় মারার কথা বলুক। পুলিশ হয়তো ওঁর কথা মতো চাকর-বাকরের মতো চলছে না। তাই রাগ হচ্ছে। পুলিশকে তুলে আছাড় মারার কথা বললে তো পুলিশমন্ত্রীরই রুখে দাঁড়ানো উচিত।''

West Bengal WB Minister police TMC MLA Becharam Manna
Advertisment