Advertisment

ফল প্রকাশের ট্রেন্ডে কে কোথায় দাঁড়িয়ে? সাফল্যের চূড়ায় TMC! বাকিরা কে কোথায়?

ত্রিস্তর পঞ্চায়েতের ফল প্রকাশের ট্রেন্ডে বুক চওড়া শাসক তৃণমূলের।

author-image
IE Bangla Web Desk
New Update
wb panchayat election 2023 results update

গ্রাম বাংলার রাজনীতিতে আবারও নেতৃত্বে তৃণমূলই।

ত্রিস্তর পঞ্চায়েতের ফল প্রকাশের ট্রেন্ডে বুক চওড়া শাসক তৃণমূলের। আবারও গ্রাম বাংলার রাজনীতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পথে তৃণমূল। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই ফল স্বভাবতই বড়সড় স্বস্তি এনে দেবে শাসকদলকে। তবে এবার বেশ কিছু জায়গায় বিরোধীরাও শক্তি দেখাতে সক্ষম হয়েছে।

Advertisment

বেলা ১টা পর্যন্ত নির্বাচনী ফলাফলের যা ট্রেন্ড তাতে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত মোট ৩,৩১৭ গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১২১৮টি পঞ্চায়েত দখল করতে পেরেছে তৃণমূল। বিজেপির দখলে গিয়েছে ২৮৮টি পঞ্চায়েত, বামেদের দখলে ১০৯টি এবং কংগ্রেসের দখলে গিয়েছে ১৩৬ টি গ্রাম পঞ্চায়েত। আইএসএফ দখল করেছে ১৪টি পঞ্চায়েত ও অন্যান্যদের দখলে গিয়েছে ৪৩টি গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে বেলা ১টা পর্যন্ত ২৮টি পঞ্চায়েত সমিতি দখল করতে পেরেছে তৃণমূল।

আরও পড়ুন- টেনে ছেঁড়া হল BJP-র মহিলা প্রার্থীর পোশাক, অভিযুক্ত TMC, দেখুন নক্কারজনক ভিডিও

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের আসনগুলির গণনা চলছে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে ফের একবার গ্রাম বাংলার রাজনীতিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা ধরে রাখছে তৃণমূলই। তবে এবারের ভোটে বিরোধী বিজেপি থেকে শুরু করে বাম, কংগ্রেসও বেশ কিছু জায়গায় সাফল্য পেয়েছে।

panchayat election 2023 ISF West Bengal CONGRESS result CPIM bjp tmc
Advertisment