Advertisment

জয়ী প্রার্থীকে শংসাপত্র দিচ্ছেন না বিডিও, 'দালাল-চোর' স্লোগান তুলে বিক্ষোভে বিজেপি সাংসদ

তৃণমূলের 'দালাল-চোর বিডিও' স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

IE Bangla Web Desk এবং Subhamay Mandal
New Update
WB panchayat poll result 2023: BJP MP of Malda North sit on protest

ভোট গণনাকেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে উত্তর মালদার সাংসদ, বিধায়ক-সহ বিজেপি কর্মীরা। ছবি- মধুমিতা দে

জয়ী প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ ও ভোট গণনাকেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভে উত্তর মালদার সাংসদ, বিধায়ক-সহ বিজেপি কর্মীরা। তৃণমূলের 'দালাল-চোর বিডিও' স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

Advertisment

উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু জানিয়েছেন, মালদা জেলা পরিষদের ৩ নং আসনের দিপালী বলা এবং ৪ নং আসনের সোনালি টুডু, ৫ নং আসনের তারাশঙ্কর রায় এই বিজেপি প্রার্থীদের জয়ী শংসাপত্র দিচ্ছেন না বিডিও। এই অভিযোগ তুলে বুধবার সকাল বেলা হবিবপুর ব্লকের মালদা নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বিজেপি কর্মীরা।

আরও পড়ুন বাংলা ভাগের ডাক দেওয়া অনন্ত মহারাজকেই রাজ্যসভায় প্রার্থী করল বিজেপি

ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী আসে এবং পথ অবরোধ উঠিয়ে দেয় এবং পরে বুলবুলচন্ডী GSV হাই স্কুল ভোট গণনা কেন্দ্রের সামনে অবস্থান বিক্ষোভ করেন বিজেপি কর্মীরা। এরপরে মালদা জেলা পরিষদের ৩ নং আসনের দিপালী বলা এবং ৫ নং আসনের তারাশঙ্কর রায়কে উইনিং সার্টিফিকেট তাঁদের হাতে তুলে দেওয়া হয়। মালদা ৪ নং আসনের সোনালি টুডুকে জয়ী সার্টিফিকেট না দেওয়ার জন্য দীর্ঘক্ষণ ধরে চলে অবস্থান বিক্ষোভ।

panchayat election 2023 Maldah West Bengal bjp
Advertisment