Advertisment

ফল ঘোষণার পরও হিংসা অব্যাহত, রায়দিঘিতে কুপিয়ে খুন তৃণমূল কর্মীকে, পুকুর থেকে দেহ উদ্ধার

পরিবারের অভিযোগ, ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিপ্লবকে।

author-image
IE Bangla Web Desk
New Update
TMC Worker Death

রায়দিঘিতে তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ।

পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণার পরও হিংসা অব্যাহত বাংলায়। ফল ঘোষণার পরই দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘিতে তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে খুনের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি। রায়দিঘির চাঁদপাশা এলাকা থেকে উদ্ধার তৃণমূল কর্মী বিপ্লব হালদারের ক্ষতবিক্ষত দেহ।

Advertisment

মথুরাপুর ২ নম্বর ব্লকের কাশীনগর গ্রাম পঞ্চায়েতের চাঁদপাশা এলাকার ১০৫ নম্বর বুথের ভোটার বিপ্লব। এই বুথে বিজেপি প্রার্থী জয়ী হন। অভিযোগ, তারপর থেকেই তৃণমূল কর্মীকে হুমকি দিচ্ছিল বিজেপি। বুধবার সকালে বিপ্লবের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করা হয়েছে বিপ্লবকে। এই ঘটনায় গেরুয়া শিবিরের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এদিকে, পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার রাতেও অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়ালেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, পুলিশকে লক্ষ্য করে বোমা নিয়ে হামলা করেন কয়েক জন আইএসএফ কর্মী। গন্ডগোলে একজন অতিরিক্ত পুলিশ সুপার আহত হয়েছেন বলে খবর। পাশাপাশি আইএসএফের কয়েক জন কর্মীও জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, দুজন আইএসএফ কর্মী-সহ তিনজনের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গন্ডগোলের জেরে গণনাকেন্দ্রে আটকে পড়েন আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম। একের পর এক বোমা বিস্ফোরণে তুলকালাম কাঁঠালিয়া অঞ্চল। পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে বলে অভিযোগ আইএসএফের। অন্যদিকে, তৃণমূলের দাবি আইএসএফ পুলিশ ও তৃণমূল নেতাকর্মীদের উপরে হামলা চালিয়েছে। খবর পাওয়া যাচ্ছে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার ও তাঁর দেহরক্ষী।

আরও পড়ুন গণনার রাতেও উত্তপ্ত ভাঙড়, ব্যাপক বোমাবাজি, গুলিবিদ্ধ পুলিশকর্তা, নিহত দুই ISF কর্মী

tmc bjp West Bengal panchayat election 2023
Advertisment