শেষমেশ গ্রেফতার করা হল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এসএসসি দুর্নীতি মামলায় রাজ্যের বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কেন্দ্রীয় সংস্থা ইডি। গতকাল সকালে তাঁর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি।
সেই থেকে একটানা একদিনের বেশি সময় ধরে পার্থ চট্টোপাধ্যায়কে দফায়-দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডির আধিকারিকরা। ইডির বহু প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন পার্থ। শেষমেশ তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডির আধিকারিকরা। অন্যদিকে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও আটক করেছে ইডি।
একটানা ২৬ ঘণ্টারও বেশি সময় ধরে দফায়-দফায় রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তাঁকে জিজ্ঞাসাবাদ চালায় ইডি। গতকাল সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে ঢোকেন ইডির আধিকারিকরা।
আরও পড়ুন- টাকার পাহাড় অর্পিতার বাড়িতে, এপর্যন্ত মিলেছে ২১ কোটি, উদ্ধার ৫০ লাখের সোনা
সেই থেকে টানা একদিনেরও বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। শেষমেশ শনিবার সকালে তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন ইডির অধিকারিকরা। এসএসসি দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে তৃণমূলের মহাসচিবকে। ইডি সূত্রে জানা গিয়েছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে মেলা বিপুল পরিমাণ টাকা সম্পর্কে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি।
আরও পড়ুন- মন্ত্রীর বাড়িতে ইডির হানা, অস্বস্তি তৃণমূলে, পার্থর সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে তৃণমূল
তবে অর্পিতার বাড়িতে মেলা ২১ কোটি টাকার ব্যাপারে তিনি কিছুই জানেন না বলে দাবি করতে থাকেন তৃণমূল নেতা। ইডি জানিয়েছে, তদন্তে কোনওরকম সাহায্যই করছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। এবার তাই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চান ইডির আধিকারিকরা।
ইডি সূত্রে জানা গিয়েছে, আজই পার্থ চট্টোপাধ্যায়কে আদালতে তোলা হবে। রাজ্যের শিল্পমন্ত্রীকে হেফাজতে নেওয়ার আবেদন জানাবে ইডি। পার্থকে জেরা করে এসএসসির এই দুর্নীতির শিকড়ে পৌঁছতে চাইছেন তদন্তকারীরা।
এরই পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুকান্ত আচার্যকেও ইডি আটক করেছে। মন্ত্রীর ব্যাপারে খুঁটিনাটি তথ্য জানেন সুকান্ত, এমনই মনে করছেন ইডি-র কর্তারা। সেই কারণে তাঁকে আটক করেও দফায়-দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন ইডি-র অফিসাররা। নিউ বারাকপুরের বাড়ি থেকে আটক করার পর সুকান্তকে এদিন ইডির সিজিও কমপ্লেক্সের দফতরে নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে, এসএসসি দুর্নীতির তদন্তে নেমে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে এখনও পর্যন্ত ২১ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। একইসঙ্গে অর্পিতার ফ্ল্যাটে মিলেছে ৫০ লক্ষ টাকার সোনা ও ২০টি মোবাইল। অর্পিতাকেও আটক করেছে ইডি।