Advertisment

উঠে দাঁড়াতে হবে, দিতে হবে জাতীয় সংগীতের মর্যাদা, 'বাংলার মাটি' গান নিয়ে বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর

এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে সুর চড়িয়েছে বিজেপি।

author-image
IE Bangla Web Desk
New Update
Chief Minister Mamata Banerjee inaugurate the museum at the basement of the Platinum Jubilee Memorial building at the West Bengal Legislative Assembly House

বাংলার রাজ্য সংগীত বাংলার মাটি, বাংলার জল গানকে জাতীয় সংগীতের মতো মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সপ্রেস ফটো- পার্থ পাল

বাংলার রাজ্য সংগীত বাংলার মাটি, বাংলার জল গানকে জাতীয় সংগীতের মতো মর্যাদা দেওয়ার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি ঘোষণা করেন, এই গান এখন থেকে বাংলার রাজ্য জাতীয় সংগীত। এই গানকে জাতীয় সংগীতের মতোই মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আর তাতেই ক্ষুব্ধ বিজেপি। এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে সুর চড়িয়েছে বিজেপি।

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'আজ থেকে আমরা শুরু করলাম। রাজ্য সঙ্গীত। রাজ্য জাতীয় সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল। আজকে এখান থেকে শুরু হল।' আর তাতেই নতুন করে বিতর্ক। এই গানকে রাজ্য সংগীত করার প্রস্তাব পাশ হয়েছিল আগেই। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি, বাংলার জলকে রাজ্য জাতীয় সংগীত হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়েই আপত্তি জানিয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী সোমবার বলেছেন, "সবাইকে অনুরোধ করব গানটি যথন গাইবেন জনগণমন অধিনায়কের মতো সবাই কিন্তু উঠে দাঁড়াবেন, এবং সম্মান জানাবেন। আমরা আগামিকাল ফিল্ম ফেস্টিভ্যালেও তাই করব।"

আরও পড়ুন খাড়গের বাড়িতে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক, বিস্ফোরক অভিযোগ মমতার

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ দিবস ও রাজ্য সংগীত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে গত ২৯ আগস্ট নবান্ন সভাঘরে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'বাংলার মাটি বাংলার জল' গানটিকে রাজ্য সংগীত হিসেবে ঠিক করার ইচ্ছাপ্রকাশ করেন। যদিও, তা নিয়ে সেদিন ঐকমত্য়ে পৌঁছনো যায়নি এখনও। তার আগেই তিনি প্রস্তাব পেশ করেন বিধানসভায়।

আরও পড়ুন ভাইপোকে নিয়ে গোপন তথ্য ফাঁস করলেন মমতা! কী এমন বললেন?

৭ সেপ্টেম্বর এই বিষয়ে বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব আনা হয়। সেদিনের মতো আলোচনা স্থগিত থাকলেও, পরে এই গানটিই নির্বাচিত হয়৷ সোমবার সেকথাই ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, মুখ্যমন্ত্রীর মুখে রাজ্য জাতীয় সংগীত, এই কথা নিয়েই আপত্তি জানিয়েছে বিজেপি। ফের নতুন এক বিতর্কের সূত্রপাত বলে মনে করছে রাজনৈতিক মহল।

bjp Mamata Banerjee national anthem West Bengal
Advertisment