Advertisment

বাংলায় বসে বড়সড় নাশকতার ছক? কাঁকসায় জঙ্গি যোগে ধৃত হবিবুল্লাহকে জেরায় চাঞ্চল্যকর তথ্য

জঙ্গি সন্দেহে পশ্চিম বর্ধমানের কাঁকসা থেকে গ্রেফতার এক কলেজছাত্র। ধৃত ছাত্রকে জেরা করে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে।

author-image
IE Bangla Web Desk
New Update
wb stf arrest college student for alleged links with Bangladesh terror outfit

কাঁকসায় জঙ্গি সন্দেহে গ্রেফতার কলেজছাত্র। ছবি: অনির্বাণ কর্মকার।

আবারও বাংলায় জঙ্গি সন্দেহে যুবক গ্রেফতার। এবার ঘটনাস্থল পশ্চিম বর্ধমানের কাঁকসা। শনিবার কাঁকসায় বাংলাদেশের জঙ্গি সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মানকর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হবিবুল্লাহ শেখ। বছর কুড়ির ওই যুবক মানকর কলেজে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করে। লেখাপড়ায় মেধাবী ছাত্র হিসেবেই এলাকায় পরিচিতি হাবিবুল্লাহর।

শনিবার দুপুরে কাঁকসার মীরে পাড়ার বাড়ি থেকে হাবিবুল্লাহকে গ্রেফতার করে STF। জানা গিয়েছে, বেশ কয়েকমাস ধরেই ওই যুবক বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখতো। বিষয়টি জানার পরেই তার উপরে নজর রাখছিলেন STF-এর গোয়েন্দারা। একাধিক প্রমাণ তথ্য হাতে আসতেই শনিবার অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে STF-এর একটি দল।

আরও পড়ুন- Kolkata Weather Today: দক্ষিণবঙ্গে বর্ষা নিয়ে বড় খবর! আজ ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন জেলায়?

প্রথমে হাবিবুল্লাহকে আটক করে নিয়ে আসা হয় কাঁকসা থানায়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদের পর তার বাবাকেও আটক করা হয়। কয়েক ঘন্টা ধরে চলে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। খতিয়ে দেখা হয় তার ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইল। রাতেই তাকে একাধিক ধারায় গ্রেফতার করে কাঁকসা থানার পুলিশের হাতে তুলে দেয় STF-এর আধিকারিকরা।

আরও পড়ুন- Foreign Mango: চিলি ম্যাঙ্গো থেকে নূর জাহান! আম চাষেই লাখপতি! পথ দেখাচ্ছে শঙ্কর মাস্টার

ওই যুবকের যোগাযোগ খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এলাকা সূত্রে জানা গেছে, পড়াশোনা ছাড়া বেশিরভাগ সময় সে ল্যাপটপ ও মোবাইল নিয়েই পড়ে থাকতো। বাড়ির বাইরে খুব একটা দেখা যেতো না তাকে। এলাকায় মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত হাবিবুল্লাহ। কী কারণে সে জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হয়েছিল তা বুঝে উঠতে পারছে না এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন- কাঁকড়া ধরতে গিয়ে সাপের গর্তে হাত! এক ছোবলেই মর্মান্তিক মৃত্যু শিশুর

এদিকে, হাবিবুল্লাহর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই কাঁকসা থানায় ভিড় জমান স্থানীয় তৃণমূল কর্মীরা। থানায় তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় জমায় নানা প্রশ্ন উঠতেও শুরু করে। এলাকা সূত্রে জানা গেছে, হাবিবুল্লার গোটা পরিবার তৃণমূলের সঙ্গে যুক্ত। তৃণমূল সমর্থক হিসেবেই তারা পরিচিত এলাকায়।

burdwan STF West Burdwan Arrested
Advertisment