Advertisment

উচ্চমাধ্যমিকের ফল নিয়ে জেলায় জেলায় পড়ুয়া বিক্ষোভ, সংসদের কাছে রিপোর্ট তলব নবান্নের

WBCHSE 12th Board Exam 2021 Results: পথ অবরোধ, স্কুলের সামনে বিক্ষোভ, শিক্ষক-শিক্ষিকা ঘেরাও, সর্বত্র নৈরাজ্যের ছবি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর জেলায় জেলায় পড়ুয়া বিক্ষোভ বাড়ছে।

পরীক্ষাই হয়নি, তাও ফেল বহু ছাত্র-ছাত্রী। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর জেলায় জেলায় পড়ুয়া বিক্ষোভ বাড়ছে। পথ অবরোধ, স্কুলের সামনে বিক্ষোভ, শিক্ষক-শিক্ষিকা ঘেরাও, সর্বত্র নৈরাজ্যের ছবি। এবার ড্যামেজ কন্ট্রোলে হস্তক্ষেপ করল নবান্ন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে উদ্ধৃত করে একটি বিবৃতি প্রকাশ করেছে নবান্ন। তাতে বলা হয়েছে, পড়ুয়াদের যাবতীয় অভিযোগ গুরুত্ব সহকারে দেখতে হবে সংসদকে। স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব অভিযোগ শোনার। সংসদকে বিস্তারিত রিপোর্ট পাঠাতে বলা হয়েছে।

Advertisment
publive-image
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের নোটিস

করোনা অতিমারীর জন্য এবছর বাতিল হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক। কিন্তু মাধ্যমিকে ১০০ শতাংশ পাশ করলেও উচ্চমাধ্যমিকে ৯৭.৬৯ শতাংশ পাশ করেছে। একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং দ্বাদশের প্র্যাকটিক্যাল বা প্রজেক্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মূল্যায়ন হয়েছে এবার। পাশের হার ১০০ শতাংশ না হলেও পাশের হার এবার রেকর্ড করেছে। এমনটাই দাবি সংসদের।

আরও পড়ুন মহুয়াকে নোটিস শিক্ষা দফতরের, সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ সংসদ সভানেত্রীর

বৃহস্পতিবার ফল ঘোষণার পর থেকে গত দুদিনে বহু স্কুলে পরীক্ষার ফল নিয়ে গন্ডগোল হয়েছে। বিভিন্ন জেলায় ফল নিয়ে অসন্তোষ পড়ুয়া থেকে অভিভাবকদের। স্কুল ঘেরাও করে বিক্ষোভ, পথ অবরোধ, স্কুলে ভাঙচুর সবই হয়েছে। এমনকী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়েছে একদল পড়ুয়া।

আরও পড়ুন “আবেগের বশে বলে ফেলেছি”, রুমানার ধর্ম নিয়ে বিতর্কে সাফাই মহুয়া দাসের

জেলায় জেলায় বিক্ষোভের ছবি সামনে আসতেই নড়েচড়ে বসেছে নবান্ন। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে থাকা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আলোচনা হয়েছে এই বিষয়ে। পড়ুয়াদের অনুযোগ গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদের সভাপতি মহুয়া দাসকে শনিবার নবান্নে তলব করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

WBCHSE Nabanna
Advertisment