শুরু হয়ে গেল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা। অতিমারীর কালে এবারই প্রথম হোম সেন্টার অর্থাৎ ছাত্রছাত্রীরা নিজেদের স্কুলেই পরীক্ষা দিচ্ছেন। আজ থেকে শুরু হয়ে এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষা নির্বিঘ্নে চালাতে একাধিক পদক্ষেপ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
Advertisment
করোনার আঁধার পেরিয়ে ছন্দে ফিরেছে দেশ। করোনার জেরে গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া যায়নি। তবে এবছর আজ থেকে শুরু হয়ে গিয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হোম সেন্টারে বা নিজেদের স্কুলেই এবার ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। প্রতিটি স্কুলে একজন করে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তাঁরাই স্কুলগুলিতে পরীক্ষা পরিচালনার দায়িত্বে রয়েছেন।
আজ থেকে শুরু হয়ে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এবছর পরীক্ষা দিচ্ছেন মোট ৭ লক্ষ ৪৫ হাজার পরীক্ষার্থী। সকাল ১০ টা থেকে শুরু হয়েছে পরীক্ষা। পরীক্ষা শেষ বেলা ১.১৫ মিনিটে। পরীক্ষার্থীদের সুবিধার্থে একটি হেল্পলাইন নম্বর চালু করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা সংক্রান্ত যে কোনও বিষয়ে জানতে সরাসরি ০৩৩-২৩৩৭০৭৯২ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।