scorecardresearch

কালিয়াগঞ্জে কানুনগোরা, NCPCR-এর পদক্ষেপে রেগে আগুন রাজ্য শিশু সুরক্ষা কমিশন

তিলজলা, গাজোলের পর কালিয়াগঞ্জের ঘটনা নিয়েও জাতীয় এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চরম সংঘাত।

wbcpcr criticizes ncpcr initiative regarding kaliaganj visit
আবারও সংঘাতে জড়াল জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন।

এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে এখনও ফুঁসছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ। এই আবহে রবিবার নতুন করে উত্তেজনার পারদ চড়ল উত্তর দিনাজপুরের এই প্রান্তে। জাতীয় ও রাজ্য শিশু সুরক্ষা কমিশনের সংঘাত চরমে উঠল। ‘রাজনীতি চাই না, মৃতার পরিবারের পাশে দাঁড়াতে চাই।’ এদিন কালিয়াগঞ্জে মৃতার পরিবারে সঙ্গে দেখা করার পর মন্তব্য জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর। ‘মৃতদেহ নিয়ে রাজনীতি করছে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, রাজ্যকে বদনাম করা চেষ্টা’, পাল্টা টুইটে সোচ্চার রাজ্য শিশু সুরক্ষা কমিশন।

তিলজলা, গাজোলের পর এবার কালিয়াগাঞ্জ। নির্যাতিতার পরিবারের পাশে দাঁড়ানো নিয়ে নিজেদের মধ্যেই চরম দ্বন্দ্বে জড়াল দুই সরকারি সংস্থা। কালিয়াগঞ্জে নাবালিকাকে ধর্ষণ করে খুনে অভিযোগ ঘিরে অশান্তির জেরে এলাকার একাংশে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। রবিবার সকালে এই আবহেই কালিয়াগঞ্জে মৃতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছোন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের একটি প্রতিনিধি দল। কমিশনের চেরপার্সন প্রিয়াঙ্ক কানুনগো এদিন কালিয়াগঞ্জে গিয়ে মৃতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেছেন। প্রায় ঘণ্টা দুয়েক তাঁদের মধ্যে কথা হয়েছে।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো জানান, এখনও পর্যন্ত পুলিশের তরফে মৃতার পরিবারের বক্তব্য শোনা হয়নি। পুলিশ মৃতার পরিবারের বক্তব্য না শোনা পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো উচিত হবে না বলেও বলেও মন্তব্য করেন প্রিয়াঙ্ক কানুনগো। এমনকী কিশোরীর পরিবারই তাঁদের সাহায্য চেয়েছেন বলেও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন- অসহ্য গরমে ইতি! বৃষ্টির জেরে ফিরেছে স্বস্তি, স্কুল-কলেজ খুলছে কবে?

তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের এই সফর ঘিরে বেজায় চটেছে রাজ্য শিশু সুরক্ষা কমিশন। একের পর এক টুইটে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পদক্ষেপের তুমুল সমালোচনা করা হয়েছে। টুইটে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গে শিশুদের মৃতদেহ নিয়ে রাজনীতি করছে শিশু অধিকার রক্ষাকারীরা! জাতীয় শিশু সুরক্ষা কমিশনের পদক্ষেপ লজ্জাজনক! শিশু অধিকার সুরক্ষার জন্য রাজ্যের কমিশনের উপস্থিতি উপেক্ষা করে জাতীয় শিশু সুরক্ষা কমিশন cpcr আইন লঙ্ঘন করেছে। হেয় করার উদ্দেশ্য নিয়েই অবৈধভাবে তারা রাজ্যে ঢুকেছে।’

আরও পড়ুন- পাহাড়ি এগ্রাম যেন প্রকৃতির নিজের হাতে গড়া! নিরিবিলি এতল্লাটের অবর্ণনীয় শোভা সত্যিই অনবদ্য!

কালিয়াগঞ্জে অশান্তির কারণে প্রশাসনের তরফে এলাকার একাংশে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এদিন ১৪৪ ধারা ভেঙেই সেখানে জাতীয় শিশু সুরক্ষা কমিশন পৌঁছেছে বলে অভিযোগ। এপ্রসঙ্গে টুইটে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তরফে লেখা হয়েছে, ‘১৪৪ ধারা ভেঙে NCPCR টিম তাঁদের সঙ্গে গণমাধ্যমের কর্মীদের একটি বিশাল দল নিয়ে কালিয়াগঞ্জে নির্যাতিতার বাড়িতে যাচ্ছে! এটা লজ্জাজনক।’

Stay updated with the latest news headlines and all the latest Westbengal news download Indian Express Bengali App.

Web Title: Wbcpcr criticizes ncpcr initiative regarding kaliaganj visit