Toto E-Rickshaw: টোটোচালকদের জন্য সুখবর! চার্জিং হবে আরও কম খরচে, বিদ্যুতের বিল নিয়ে চিন্তার দিন শেষ

Toto Rickshaw: টোটো চালকদের জন্য সুখবর দিল রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি। ব্যাটারি চালিত গাড়ির চালক ও মালিকদের চার্জিং পদ্ধতি স্বল্প খরচে করতে নতুন মিটার বসানোর কাজ শুরু করল বিদ্যুৎ বন্টন কোম্পানি। এর ফলে ব্যাটারি চালিত বিভিন্ন যানবাহনের পাশাপাশি টোটো চালকদের অনেকটাই সুবিধা হবে।

Toto Rickshaw: টোটো চালকদের জন্য সুখবর দিল রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি। ব্যাটারি চালিত গাড়ির চালক ও মালিকদের চার্জিং পদ্ধতি স্বল্প খরচে করতে নতুন মিটার বসানোর কাজ শুরু করল বিদ্যুৎ বন্টন কোম্পানি। এর ফলে ব্যাটারি চালিত বিভিন্ন যানবাহনের পাশাপাশি টোটো চালকদের অনেকটাই সুবিধা হবে।

IE Bangla Web Desk & Subhamay Mandal
New Update
Toto, E-Rickshaw, Electric Vehicles, WBSEDCL

টোটো চালকদের জন্য সুখবর দিল রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি।

Toto Rickshaw: টোটো চালকদের জন্য সুখবর দিল রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানি। ব্যাটারি চালিত গাড়ির চালক ও মালিকদের চার্জিং পদ্ধতি স্বল্প খরচে করতে নতুন মিটার বসানোর কাজ শুরু করল বিদ্যুৎ বন্টন কোম্পানি। এর ফলে ব্যাটারি চালিত বিভিন্ন যানবাহনের পাশাপাশি টোটো চালকদের অনেকটাই সুবিধা হবে।

Advertisment

একজন উপভোক্তা নিজের বাড়িতে অন্য মিটারের পাশাপাশি নতুন এই মিটার বসানোর সুযোগ পাবেন। এর ফলে বিদ্যুতের অপব্যবহার অনেকটাই কমে যাবে বলে মনে করছেন বিদ্যুৎ বন্টন কোম্পানির কর্তারা। ইতিমধ্যে মালদায় ৭০ জন ই -ভিকেলস চালকদের স্বল্প খরচে এই নতুন মিটার দেওয়ার কাজ সম্পন্ন করেছে বিদ্যুৎ বন্টন কোম্পানি।

সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা গিয়েছে, এই নতুন মিটারে টোটো, ই-রিক্সা এবং ব্যাটারি চালিত অন্যান্য যানবাহন চার্জ দিলে মিটার অনেক কম উঠবে। সাধারণ এবং বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের রিডিং-এর যে স্ল্যাব রয়েছে, তার থেকে অনেকটাই ই-ভিকেলস মালিকদের বিল দিতে হবে। সোমবার দুপুরে এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন রাজ্য বিদ্যুৎ বন্টন কোম্পানির মালদার পদস্থ কর্তারা।

Advertisment

আরও পড়ুন Primary School: নেই কোনও অভিযোগ, গাছতলার ক্লাসেই খুশি খুদেরা, ছাত্রস্বার্থ বিপন্ন দেখেও চোখ বন্ধ প্রশাসনের

মালদা রিজিওনাল ম্যানেজার সৌমেনবাবু বলেন, রাজ্য সরকারের উদ্যোগেই ই-ভিকেলস চালক ও মালিকদের জন্য অল্প খরচে নতুন করে মিটার দেওয়ার কাজ শুরু করা হয়েছে। এই মিটারে ব্যাটারি চালিত যে কোনও যানবাহন চার্জ করলে তাতে অনেকটাই বিল কম উঠবে। সাধারণ মিটারের সাহায্য নিয়ে যেসব ব্যাটারি চালিত গাড়ি চার্জ করা হচ্ছে, সেক্ষেত্রে বিল অনেকটাই বেশি দিতে হচ্ছে। ফলে বিভিন্নভাবে প্রচার করে ই-ভিকেলস চালক ও মালিকদের এই ধরনের নতুন বিদ্যুতের মিটার বসানোর কাজ শুরু করা হয়েছে।

ইতিমধ্যে মালদায় ৭০ জন আবেদনকারীকে ব্যাটারি চালিত গাড়ির চার্জিং-এর জন্য নতুন করে মিটার বসানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সেবা কেন্দ্রগুলিতে গেলেই আবেদনপত্র মিলবে। সেই আবেদন করার কয়েক দিনের মধ্যেই নতুন মিটার পেয়ে যাবেন ব্যাটারি চালিত যানবাহনের চালক ও মালিকেরা।

West Bengal Electricity Bill E toto WBSEDCL