Advertisment

'যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলা উচিত', BSF নিয়ে মোদিকে আপত্তি জানালেন মমতা

Mamata Meets Modi: তিনি বলেন, ‘কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৯৬ হাজার কোটি টাকা। সেই টাকা চেয়ে প্রধানমন্ত্রীজিকে বলেছি।'

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Meets Modi, BSF

সূচি মেনেই এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। ছবি: পিএমও/ ফেসবুক

Mamata Meets Modi: পূর্ব ঘোষণা মতোই বুধবার মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এপ্রিলের বিশ্ব বাণিজ্য সম্মেলন উদ্বোধন করতে প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে। এদিন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কেন্দ্রের কাছে রাজ্যের বকেয়া ৯৬ হাজার কোটি টাকা। সেই টাকা চেয়ে প্রধানমন্ত্রীজিকে বলেছি। টাকা না পেলে আমাদের রাজ্য চালাতে অসুবিধা হচ্ছে। সেই প্রসঙ্গ তুলে ধরা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ বাবদ টাকা বকেয়া কেন্দ্রের কাছে। সেই বকেয়া ছাড়তে আবেদন করেছি।‘

Advertisment

বিএসএফ-র এক্তিয়ার বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে এদিন কথা হয়েছে। সেই প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো মেনে চলা উচিত। আমি বিএসএফ-র বিরোধী নই। কিন্তু তাঁদের এক্তিয়ার বৃদ্ধিতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে। কয়েকদিন আগেই কোচবিহার জেলায় বিএসএফ-র গুলিতে কয়েকজন মারা গিয়েছে। সেই উদাহরণ টেনেই আমাদের আপত্তির কথা জানিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন করেছি।‘

পাশাপাশি ১২-১৮ বছর বয়সীদের টিকাকরণ নিয়ে আলোচনা হয়েছে। কথা হয়েছে বাংলার জন্য ভ্যাকসিন বরাদ্দ বৃদ্ধি নিয়েও। আমাদের রাজ্যে এখন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। সেই প্রসঙ্গ প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘রাজনৈতিক মতাদর্শগত পার্থক্য থাকতেই পারে, রাজনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন সম্পর্ক এক নয়। শিল্প-বিনিয়োগের স্বার্থে আমি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। উনি আমন্ত্রণ গ্রহণ করেছি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় এই সৌজন্য বজায় থাকা জরুরি বলে আমি মনে করি। উন্নয়নের স্বার্থে কেন্দ্র-রাজ্য সংঘাত কাম্য নয়।‘

আগামি লোকসভা নির্বাচন বিরোধী শিবিরের প্রধানমন্ত্রী পদপ্রার্থী নিয়ে এদিন কৌশল অবলম্বন করেন তিনি।  বুধবার তিনি ত্রিপুরা হিংসা নিয়ে প্রধানমন্ত্রীকে অবগত করেছেন। সাংবাদিকদের সামনে জানান মুখ্যমন্ত্রী। এমনকি, সায়নীর মতো জনপ্রিয় অভিনেত্রীর বিরুদ্ধে কীভাবে খুনের চেষ্টা ধারা দেওয়া হয়েছে। সে নিয়েও মোদির কাছে প্রতিবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মুখ্যমন্ত্রী জানান, আগামিকাল তাঁর কোনও কর্মসূচি নেই। তাই কলকাতা ফিরছেন। তবে আগামি দিনে তিনি মুম্বই সফর করবেন। সেই শহরের একটি বাণিজ্য সম্মেলনে যোগ দেবেন এবং বৈঠক করবেন প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ারের সঙ্গেও। এমনটাই দিল্লিতে সংবাদ মাধ্যমকে জানান মুখ্যমন্ত্রী। 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Investment Meet BSF Jurisdiction Mamata meets Modi CM Mamata
Advertisment