অশনির জেরে আবহাওয়ার পরিস্থিতিতে বড়সড় বদল এসেছে বলে মনে করা হচ্ছে। অশনির জেরেই এবার বঙ্গে বর্ষাও বেশ খানিকটা এগিয়ে আসতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের। গত কয়েকদিন ধরেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট আরও বাড়বে।
বর্ষা এগনোর বার্তা আগেই দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে কি বঙ্গে এখন প্রাক-বর্ষার বৃষ্টি? আবহাওয়াবিদরা এখনই বিষয়টি স্পষ্ট না করলেও পরিস্থিতির ইঙ্গিত কিন্তু সেদিকেই।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এমনকী গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন- গাছের ডাল পড়ে মৃত মুরগির মাংসের দোকানি ও ক্রেতা, যশোর রোড অবরোধ স্থানীয়দের
দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এবছর আগামী ২৭ মে কেরলে বর্ষা ঢুকছে। কেরলে বর্ষা ঢোকার ৭ দিনের মাথায় তা ঢোকে বঙ্গে। আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি হলে এবার সময়ের বেশ কিছুটা আগেই রাজ্যে ঢুকতে পারে বর্ষা।