সপ্তাহ শুরু বৃষ্টি দিয়ে। বঙ্গে জোড়া ঘূর্ণাবর্তের সাঁড়াশি আক্রমণ। তার জেরেই সপ্তাহ শুরুর কয়েকদিন রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। সোমবার কলকাতা-সহ উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
দিঘা থেক উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এরই পাশাপাশি উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দু'য়ের জেরে সপ্তাহের শুরুতেই বৃষ্টির পূর্বাভাস গোটা রাজ্যজুড়ে। দুই ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের সর্বত্র। সেই কারণেই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপপুর আবহাওয়া দফতর।
সোমবার কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টি চলবে। আগামী দু'দিন থাকবে বৃষ্টির দাপট। কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণেই বিশেষ করে উপকূলের জেলাগুলিকে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। মৎস্যজীবীদের আপাতত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির দাপট থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন- পাঞ্জশির ছাড়তে হবে, তবেই হবে আলোচনা, তালিবানকে শর্ত মাসুদের
দক্ষিণবঙ্গের পাশাপাশি মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবার বিক্ষিপ্ত বৃষ্টি চললেও মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুর ও মালদহ জেলাতেও।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন