দক্ষিণবঙ্গের সব জেলায় রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাল আলিপুর আবহওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি বাড়বে। উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত আজই তৈরি হবে নিম্নচাপে। রবিবার সেই নিম্নচাপ আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। তারই জেরে রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানিয়েছে হওয়া অফিস।
মোটের উপর চলতি বছরে বর্ষা স্বাভাবিক বঙ্গে। বর্ষার শুরু থেকেই এবছর স্বাভাবিক বৃষ্টিপাত রাজ্যজুড়ে। কোথাও কোথাও একটানা বষ্টির জেরে বন্যা পরিস্থিতিও তৈরি হয়েছিল। দিন কয়েক ধরেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলছে।
তবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। শনিবারই সেই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। সেই কারণে রবিবার থেকেই দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে সতর্ক করে দিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার থেকে উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। উপকূলে বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজাবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।
আরও পড়ুন- ভোট পরবর্তী হিংসা মামলা, পঞ্চম চার্জশিট পেশ CBI-এর
এদিকে, ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন বহু মৎস্যজীবী। আজকের মধ্যেই তাঁদের সমুদ্র থেকে ফেরানোর জোরদার তৎপরতা শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়লেও উত্তরবঙ্গে কাল থেকে বৃষ্টি কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন