জোড়া ঘূর্ণাবর্তের দাপটে সোমবারের পর মঙ্গলবারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। উপকূলের জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবারের চেয়ে মঙ্গলবার কলকাতায় বৃষ্টি আরও বাড়বে। দিনভর মাঝারি বৃষ্টি চলবে শহর কলকাতায়। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিঘা থেক উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এরই পাশাপাশি উত্তর পূর্ব বঙ্গোপসাগরেও তৈরি হয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। দু’য়ের জেরে সপ্তাহের শুরু থেকেই রাজ্যজুড়ে বৃষ্টি শুরু হয়েছে। দুই ঘূর্ণাবর্তের জেরে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যের সর্বত্র। সেই কারণেই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে কোথাও হালকা কোথাও আবার মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। মঙ্গবলারও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহওয়া দফতরের।
মঙ্গলবার সকালের দিকে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে এদিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। বেশ কয়েকটি জেলায় ভারী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীরে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- শুভেন্দু নন, এবার মমতার বিরুদ্ধে বিজেপির বাজি কে? ফাঁস করলেন দিলীপ ঘোষ
এরই পাশাপাশি দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, নদিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও এদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শহর কলকাতাতেও এদিন হালকা-মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন