পারদ বাড়ছে চড়চড়িয়ে। প্রাণান্তকর অবস্থা। বৃষ্টির আশায় হাপিত্যেশ বাড়ছে বঙ্গবাসীর। কিন্তু, কবে সদয় হবেন বরুণদেব? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আরও প্রখর হবে গরম। চলবে তাপপ্রবাহ। ভ্যাপসা গরমে নাজেহাল হতে হবে। তবে, তিনটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্ঠিহতে পারে। তবে, তিনটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টিহতে পারে। ভিজবে উত্তরবঙ্গের কয়েকটি জেলা। কলকাতা শুষ্কই থাকবে। রাজ্যে এখনও কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়নি বলেই জানানো হয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পুরলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে পারদ ছুঁতে পারে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই জেলাগুলিতে তাপপ্রবাহের সর্কতা জারি করা হয়েছে। আগামী দুই দিন এই পরিস্থি বজায় থাকবে। রাজ্যের দক্ষিণের জেলাগুলিতে গরম বাড়বে। আপেক্ষিক আদ্রতাও বাড়বে। তবে, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমের কয়েকটি জায়গায় সামান্য বৃষ্টি হবে। যদিও এই বৃষ্টিতে গরম বা অস্বস্তি কমার কোনও ইঙ্গিত নেই।
উল্টো ছবি উত্তরবঙ্গের। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃষ্টি হবে। কমবে উষ্ণতা।
আপাতত কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উল্টে পারদ কিছুটা উঠবে বলেই পূর্ভবাস। আজ কলকাতার তাপমাত্রা ছিল প্রায় ৩৪ ডিগ্রির আশেপাশে থাকবে। সর্বনিম্ন প্রায় ২৭ ডিগ্রি।