West Bengal Weather Forecast Today: সকাল থেকেই মেঘ-রোদের লুকোচুরি চলছে। আলিপুর আবহাওয়া দফতের পূর্বাভাস, বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ, শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বইতে পারে ঝোড়ো হাওয়া।
আলিপুর আবহাওয়া দফতররের পূর্বাভাস, কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ, ন্যূনতম ৬৬ শতাংশ।
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ কলকাতা ও সংলগ্ন দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে। ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে বৃষ্টি হবে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়ায়। শনিবারও এইসব জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে।
এছাড়া, উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শুক্রবার থেকে ১৪ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন