সকালে মেঘলা আকাশ, সামান্য কুয়াশা। তবে বেলা বাড়তেই গরমের অস্বস্তি। গত কয়েকদিনের মত এদিনও কলকাতা ও দক্ষিণের জেলাগুলির আবহাওয়া একই থাকবে। কলকাতা সহ আশপাশের জেলাগুলোর ন্যূনতম তাপমাত্রা দেড় ডিগ্রির বেশি বেড়েছে। যা জারি থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বাংলার উত্তরের জেলাগুলোর আবহাওয়ার বদল ঘটবে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী বৃহস্পতিবারের মধ্যে উত্তরের চার জেলা- দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টিপাত হতে পারে। অন্যসব জেলা শুষ্কই থাকবে। চলতি সপ্তাহেই হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের তাপমাত্রা ক্রমে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে বলে মনে করা হচ্ছে।
দক্ষিণবঙ্গে প্রায় সব জেলার আবহাওয়া আরও শুষ্ক হবে। দিন ও রাতের তাপমাত্রার তেমন হেরফের থাকবে না। তাপমাত্রা কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
মেঘলা ও কুয়াশা থাকলেও কলকাতা উষ্ণতা সর্বোচ্চ ও সর্বনিম্ন থাকবে প্রায় ৩১ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৪ শতাংশ।