বিগত কয়েক দিনে বেশ বেড়েছে তাপমাত্রা। ছত্তিসগড়, ঝাড়খণ্ড সংলগ্ন বঙ্গোপসাগরীয় এলাকায় পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায়, ২৪ থেকে ২৭ ফেব্রুয়ারি আগামী চারদিন গোটা পূর্ব ভারতেই বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।
২৪.০২.২০১৯ - পশ্চিমবঙ্গের বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া বয়ার সম্ভাবনা রয়েছে।
২৫.০২.২০১৯ - উত্তর এবং দক্ষিণবঙ্গের অঞ্চল বিশেষে হালকা বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুন, চলে গেলেন গ্লোবাল ওয়ার্মিং-এর ধারণাকে ঘরে ঘরে পরিচিত করে তোলা বিজ্ঞানী
২৬.০২.২০১৯- ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া এবং উত্তরবঙ্গের কিছু জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত (৭ থেকে ১১ সেন্টিমিটার) হওয়ার পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দফতর।
পশ্চিমবঙ্গের সমুদ্রোপকূলবর্তী অঞ্চলে মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে ২৬ এবং ২৭ তারিখ ৪৫ কিলোমিটার/ ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ওই অঞ্চলের মৎস্যজীবীরা যেন ওই দুই দিন মাঝ সমুদ্রে না যান, সেই পরামর্শ দেওয়া হয়েছে। আর যারা এখন মাঝ সমুদ্রে রয়েছেন, তাদের আগামী ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফিরে আসার নির্দেশ জারি করা হয়েছে।
শুক্রবার রাত থেকে মেদিনীপুর ও উত্তরবঙ্গে শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা সোমবার থেকে। বৃষ্টির রেশ চলবে মঙ্গলবার পর্যন্ত।