হাঁসফাঁস গরম থেকে এবার খানিক মুক্তি। আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি। আগামী ১-৩ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর হাওয়া অফিস সূত্রে। জানা যাচ্ছে, এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এছাড়া, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে খবর।
তবে কলকাতাবাসীর জন্য এখনও স্বস্তির বার্তা দিতে পারেনি আবহাওয়া দফতর। গত কয়েকদিনে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। গত কয়েকদিনে শহরে পারদ চড়েছে। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। এদিনও সকাল থেকে শহরে বজায় থেকেছে গরমের দাপট। বেলা যত গড়িয়েছে, রোদের তাপ ততই মাথাচাড়া দিয়েছে।
রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। শহরে বাতাসে সর্বাধিক আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৭ শতাংশ, ন্যূনতম ২৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়নি।