Advertisment

আজও ভিজতে পারে কলকাতা সহ শহরতলি

কলকাতা ও পাশাপাশি অঞ্চলগুলিতে ঝড়বৃষ্টি হতে পারে বলে আশা করছে হাওয়া অফিস। পাশাপাশি বুধবারও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির আশা জিইয়ে রেখেছে হাওয়া অফিস।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata rain, বৃষ্টি, আবহাওয়া

বুধে কলকাতা-সহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস।প্রতীকী ছবি।

মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ শহরতলিতে আজও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে সোমবার থেকেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। যার ফলে মঙ্গলবার বিকেল ও সন্ধের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভ্যাপসা গরমের হাত থেকে যে মুক্তি নেই, তা মঙ্গলবার সকালেই টের পাওয়া গেছে। মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রার পারদ খানিক নামলেও প্যাচপ্যাচে গরম থেকে এখনই রেহাই মিলবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।

Advertisment

আরও পড়ুন: না পাওয়ার বাস্তবে এ এক অন্য তথ্যচিত্র!

সোমবার আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ভারী বৃষ্টিপাতের। সন্ধে থেকেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও তাপমাত্রা তেমন কমেনি।

কলকাতা ও পাশাপাশি অঞ্চলগুলিতে মঙ্গলবারও ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বুধবারও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির আশা জিইয়ে রেখেছে হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ঘণ্টা দুয়েক, অর্থাৎ সন্ধ্যার মধ্যে ৩০-৪০ কিমি গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায়। এছাড়াও মালদা জেলার কিছু জায়গায়ও মাঝারি ধরনের ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

rain
Advertisment