মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা সহ শহরতলিতে আজও কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের কারণে সোমবার থেকেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে। যার ফলে মঙ্গলবার বিকেল ও সন্ধের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভ্যাপসা গরমের হাত থেকে যে মুক্তি নেই, তা মঙ্গলবার সকালেই টের পাওয়া গেছে। মুষলধারে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় তাপমাত্রার পারদ খানিক নামলেও প্যাচপ্যাচে গরম থেকে এখনই রেহাই মিলবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে।
আরও পড়ুন: না পাওয়ার বাস্তবে এ এক অন্য তথ্যচিত্র!
সোমবার আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল ভারী বৃষ্টিপাতের। সন্ধে থেকেই কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও তাপমাত্রা তেমন কমেনি।
কলকাতা ও পাশাপাশি অঞ্চলগুলিতে মঙ্গলবারও ঝড়বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি বুধবারও দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির আশা জিইয়ে রেখেছে হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় থাকবে ভ্যাপসা গরমের অস্বস্তি। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দপ্তর থেকে শেষ পাওয়া খবর অনুযায়ী, আগামী ঘণ্টা দুয়েক, অর্থাৎ সন্ধ্যার মধ্যে ৩০-৪০ কিমি গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি ধরনের ঝড়বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু এলাকায়। এছাড়াও মালদা জেলার কিছু জায়গায়ও মাঝারি ধরনের ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।