/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/10/Second-Hooghly-Bridge.jpg)
Kolkata Weather Today: আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
IMD Weather Update Today March 10: সকাল-সন্ধে মনোরম আবহাওয়া রাজ্যে। তবে আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার এই পরিস্থিতি বেশি দিন স্থায়ী হবে না। অচিরেই বদলে যাবে আবহাওয়া। ফের একবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ কলকাতায় তৃণমূলের ব্রিগেড সমাবেশ (Brigade Rally)। তিলোত্তমা মহানগীরতে আজই বৃষ্টি (Rainfall)? জেনে নিন লেটেস্ট ওয়েদার আপডেট (Weather Update)।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর…
আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। সকাল ও সন্ধের দিকে জেলায় জেলায় মনোরম আবহাওয়া থাকবে। তবে আগামী বৃহস্পতিবার থেকে ফের একবার হাওয়া বদল হতে পারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ রবিবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।
কলকাতার ওয়েদার আপডেট…
কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আজ তৃণমূলের জনগর্জন সভা (TMC Jana Garjana Sabha)। সকাল থেকে কলকাতায় মনোরম আবহাওয়া রয়েছে। তবে বেলা বাড়লে রোদের তেজ বেড়ে গেলে গরমে অনুভূতি বাড়বে শহরে। যদিও দিনভর পরিস্কার আকাশ থাকবে। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও আগামী বৃহস্পতিবার কলকাতা শহরেও আবহাওয়ায় বদল আসতে পারে। আপাপত দিন কয়েক তাপমাত্রার বিশেষ হেরফের হবে না বলেই মনে করছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর…
উত্তরবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে দার্জিলিঙের (Darjeeling) পার্বত্য এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিঙের পাশাপাশি উত্তরবঙ্গের আর এক পার্বত্য জেলা কালিম্পঙে (Kalimpong)ও আজ বৃষ্টি হতে পারে। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। আপাতত দিন কয়েক উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে তাপমাত্রা সামান্য কমতে পারে।